নজর ঘোরানো হচ্ছে না তো? আরজি কর-কাণ্ডে প্রশ্ন তুললেন কুণাল

আরজি কর ইস্যুতে ফের একবার সুর চড়ালেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)। কিন্তু এবার তিনি যা বললেন তা শুনে সকলেই থ। আবার কিছু মানুষ বলতে…

আরজি কর ইস্যুতে ফের একবার সুর চড়ালেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)। কিন্তু এবার তিনি যা বললেন তা শুনে সকলেই থ। আবার কিছু মানুষ বলতে শুরু করেছেন, আচমকা আরজি কর ইস্যুতে সুর বদল হল নাকি কুণাল ঘোষের।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে বাংলা সহ সমগ্র দেশ। তিলোত্তমা ও তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ। মেয়ে কবে বিচার পাবে? সেই প্রশ্ন তুলেছেন মৃতার বাবা ও মা। এরই মাঝে আজ বৃহস্পতিবার সকালে কুণাল ঘোষ বিস্ফোরক টুইট করেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আবারও বলছি, RGKor এ জানোয়ার/গুলোর ফাঁসি হোক। যারা আড়াল করেছে, শাস্তি হোক। কিন্তু এসমস্যা গোটা দেশের, বাংলার অতীতেরও। নাগরিকদের আবেগকে ব্যবহার করে বিচারের দাবির আড়ালে যে অরাজকতা, কুরাজনীতি বাংলায় ছড়ানো হচ্ছে, সেটা সমর্থন করেন?’

   

এই ঘটনায় অন্য কিছুর গন্ধ পাচ্ছেন কুণাল ঘোষ বলে দাবি করা হচ্ছে। কারণ তিনি আরও লেখেন, ‘বিচার আমরাও চাই, কিন্তু নজর ঘোরানো হচ্ছে না তো?’ অর্থাৎ কোনওভাবে কি আরজি কর-এর ঘটনার আড়ালে অন্যকিছু ঘটানোর পরিকল্পনা হচ্ছে না তো? সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে মহিলা শিক্ষানবিশ চিকিৎসকের দেহ উদ্ধার করে পুলিশ।

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি, কংগ্রেস লাগাতার মমতা সরকারকে ঘেরাও করতে ব্যস্ত। বুধবারই বাংলা বনধ ঘোষণা করে বিজেপি। বনধ চলাকালীন বেশ কয়েকটি জায়গায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। একই সঙ্গে বৃহস্পতিবারও ২৯ আগস্ট মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাবে বিজেপি। আজ কলকাতায় বিক্ষোভ দেখাতে চলেছে বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ হবে।