বুদ্ধদেব বাবু হাত নাড়ানো প্রসঙ্গ ঘিরে বিতর্ক

সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি।…

বুদ্ধদেব বাবু হাত নাড়ানো প্রসঙ্গ ঘিরে বিতর্ক

সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান যে বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। তার মনে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে দেখে হাত নেড়েছেন। এই বক্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) দাবি, হাত নাড়ার মতো অবস্থায় এখনও নেই বুদ্ধদেব ভট্টাচার্য। সিসিটিভি ক্যামেরা দেখার প্রসঙ্গ টানেন তিনি।

হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে উপস্থিত হন কৌস্তভ। তার পরে উডল্যান্ড পৌঁছান মমতা। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে ট্রিটমেন্ট চলছে। ওরা সকলে সাধ্যমতো চেষ্টা করছে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমার মনে হল উনি আমায় দেখে হাত নাড়লেন। এখন ভালই আছেন। ওনার জ্ঞান আছে ভালই। প্যারামিটারগুলি অনেকটাই ঠিক আছে।”বুদ্ধদেব বাবু হাত নাড়ানো প্রসঙ্গ ঘিরে বিতর্ক

এই প্রসঙ্গে কৌস্তভ বলেন, “বুদ্ধবাবুকে দেখে বেরনোর সময় ওইখানে রবীন দেব দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বলেন আপনারা একা কিছু করতে যাবেন না। সবাই মিলে করব আমরা।” কৌস্তভের দাবি, বুদ্ধবাবু তাকে হাত নাড়ায়নি। কংগ্রেস নেতা বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য এখন স্থিতিশীল রয়েছেন ঠিকই। তবে হাত নাড়ার মতো জায়গায় নেই। মুখ্যমন্ত্রী নিজে হাত নাড়িয়েছেন।”

Advertisements

আবার, আবদুল মান্নান বলেন, “কাচের ঘরে আছেন। বাইরে থেকে দেখে হাত নাড়া কী বুঝব। প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”