জানুয়ারির শেষে কমছে শীতের দাপট কমছে, ঊর্ধ্বমুখী তাপমাত্রা

কলকাতা: জানুয়ারির প্রায় শেষের দিকে রাজ্যের আবহাওয়ায় (Kolkata Weather Update) স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শীতের তীব্রতা ক্রমশ কমে আসছে, আর দিনের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী…

west-bengal-weather-winter-ending-temperature

কলকাতা: জানুয়ারির প্রায় শেষের দিকে রাজ্যের আবহাওয়ায় (Kolkata Weather Update) স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শীতের তীব্রতা ক্রমশ কমে আসছে, আর দিনের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। ফলে ভোরের দিকে ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়বে।

Advertisements

আবহাওয়াবিদদের মতে, এই আবহাওয়ার পরিবর্তনের নেপথ্যে রয়েছে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই ঝঞ্ঝাগুলির প্রভাবেই উত্তর ও পূর্ব ভারতের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শীতের স্থায়িত্ব কমে গিয়ে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে।

   

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা দিনের বিভিন্ন সময়ে ৪১ শতাংশ থেকে বেড়ে ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর ফলে সকালের দিকে শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট থাকলেও সূর্য উঠলেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিন কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যদিও রাতের দিকে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনের বেলায় শীতের দাপট খুব একটা অনুভূত হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। বিশেষ করে জাতীয় সড়ক ও পাহাড়ি রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পার্বত্য উত্তরবঙ্গে এখনও শীতের প্রভাব তুলনামূলকভাবে বজায় রয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে উত্তরবঙ্গের সমতল এলাকার জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

Advertisements