বৃহস্পতির সন্ধ্যা থেকেই কাঁপিয়ে দেবে শীত! শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Kolkata Weather Today: এবার জাঁকিয়ে পড়বে শীত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ঘনকুয়াশার জন্য দৃশ্যমানতা কমবে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ও কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা…

Kolkata Weather Today: Severe Coldwave to Grip South Bengal from January 8, 2025: Temperature to Drop Below 10°C in Several Areas"

short-samachar

Kolkata Weather Today: এবার জাঁকিয়ে পড়বে শীত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ঘনকুয়াশার জন্য দৃশ্যমানতা কমবে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ও কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়া ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর থেকে শীতে থরথর করে কাঁপবে দক্ষিণবঙ্গ। বইবে হিমশীতল উত্তরে হাওয়া।

   

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে ফের জাঁকিয়ে বসতে চলেছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৫ থেকে ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা গিয়েছিল। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঝাপসা আবহাওয়া ও মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা গেছে। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন আবহাওয়া ও হালকা বৃষ্টি হয়েছে ৬-৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে।

৮ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে উত্তরে বাতাসের প্রবাহ। এবার জাঁকিয়ে শীত পড়বে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি দুর্বল হয়ে পূর্ব দিকে সরে যাওয়ার কারণে জাঁকিয়ে শীত অনুভূত হবে সমগ্র দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘন্টায়। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০°সেলসিয়াসের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৮ই জানুয়ারি বুধবার সূর্যাস্তের পর থেকে তীব্র শীতের দাপট অনুভূত হবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে আগামী ৪৮-৭২ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৩°সে এর আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৮ই জানুয়ারি সকাল থেকেই হু হু করে বয়ে যাচ্ছে শীতল উত্তরে বাতাস, রাতের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমবে উত্তরের সমতল অঞ্চলে ঘন কুয়াশার কারণে দিনের বেলায় বেশ ঠান্ডা অনুভব হতে পারে।

এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের কোন জেলায় কতটা সর্বনিম্ন তাপমাত্রা নামবে?
পুরুলিয়া: ৭-৯°সেলসিয়াস
বাঁকুড়া: ৭-৯°সেলসিয়াস
হুগলি: ১০-১২°সেলসিয়াস
হাওড়া: ৯-১১°সেলসিয়াস
কলকাতা: ১০-১২°সেলসিয়াস
উত্তর ২৪ পরগনা: ৮-১০°সেলসিয়াস
দক্ষিণ ২৪ পরগনা: ১০-১২°সেলসিয়াস
নদীয়া: ৮-১০°সেলসিয়াস
পূর্ব ও পশ্চিম বর্ধমান: ৭-৯°সেলসিয়াস
পূর্ব মেদিনীপুর: ১০-১২°সেলসিয়াস
পশ্চিম মেদিনীপুর: ৮-১০°সেলসিয়াস
বীরভূম: ৭-৯°সেলসিয়াস