জানুয়ারির মধ্যেই বাড়ছে পানীয় জলের সরবরাহ, ধাপা জয় হিন্দ প্রকল্পে বড় উদ্যোগ

কলকাতা: শহরবাসীর দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানের পথে বড় পদক্ষেপ নিল কলকাতা (Kolkata) পুরসভা। ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিন অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন পানীয়…

Firhad-Hakim alleges modi

কলকাতা: শহরবাসীর দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানের পথে বড় পদক্ষেপ নিল কলকাতা (Kolkata) পুরসভা। ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিন অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদনের কাজ আগামী জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার সকালে পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ধাপা জয় হিন্দ জল প্রকল্প পরিদর্শনে গিয়ে এই ঘোষণা করেন।

বর্তমানে ধাপা জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন গ্যালন পানীয় জল পরিশোধিত বা উৎপাদিত হয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৫০ মিলিয়ন গ্যালনে। এই অতিরিক্ত জলের মাধ্যমে তপসিয়া থেকে বাইপাসের ধারে একাধিক এলাকা, যাদবপুর এবং টালিগঞ্জের কিছু অংশের বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন। মেয়রের দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে এই সব এলাকায় পানীয় জলের সংকট অনেকটাই মিটে যাবে এবং ডিপ টিউবয়েলের প্রয়োজনীয়তা কমে আসবে।

   

শুধু ধাপাতেই নয়, গড়িয়া ঢালাই ব্রিজের কাছেও নতুন জল উৎপাদন কেন্দ্র তৈরি করছে কলকাতা পুরসভা। এই প্রকল্প চালু হলে প্রতিদিন আরও ১০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহের ক্ষমতা তৈরি হবে। এর ফলে দক্ষিণ কলকাতার আরও বিস্তীর্ণ এলাকা উন্নত পানীয় জল পরিষেবা পাবে।

এর আগে ধাপা জল প্রকল্পের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। সেই সময়ে প্রকল্পের দেরিতে সম্পন্ন হওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। তবে সর্বশেষ পরিদর্শনে এসে মেয়র জানান, গত কয়েক মাসে কাজের অগ্রগতি অনেকটাই ত্বরান্বিত হয়েছে। আধিকারিকদের কাছ থেকে প্রয়োজনীয় আপডেট নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মেয়রের কথায়, “আমরা চাই, কলকাতার প্রত্যেক মানুষের বাড়িতে মানসম্মত পানীয় জল পৌঁছে দিতে। এই প্রকল্প সম্পূর্ণ হলে শহরের জলের সমস্যার বড় অংশের সমাধান হবে।”

শহরবাসীর জন্য কী পরিবর্তন আসছে?
এই অতিরিক্ত জল উৎপাদন ক্ষমতা শহরবাসীর জন্য কয়েকটি বড় সুবিধা নিয়ে আসবে—

যেসব এলাকায় পানীয় জলের ঘাটতি রয়েছে, সেখানে সরবরাহ বাড়বে।

Advertisements

গ্রীষ্মকালে জলের সংকট অনেকটাই কমে যাবে।

ডিপ টিউবয়েলের উপর নির্ভরশীলতা হ্রাস পাবে, ফলে ভূগর্ভস্থ জলের সংরক্ষণ সম্ভব হবে।

দীর্ঘমেয়াদে শহরের জল সরবরাহ ব্যবস্থা আরও টেকসই হবে।

পুরসভার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য
কলকাতা পুরসভা ইতিমধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ডে পুরনো জল সরবরাহ পাইপলাইন বদলের কাজ করছে। পাশাপাশি, নতুন জল পরিশোধন কেন্দ্র নির্মাণের মাধ্যমে সামগ্রিক ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা চলছে। ধাপা জয় হিন্দ ও গড়িয়ার প্রকল্প দুটি চালু হলে শহরে মোট অতিরিক্ত ৩০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন ক্ষমতা যুক্ত হবে।

শহরের জনসংখ্যা ক্রমবর্ধমান হওয়ায় আগামী দিনে আরও বড় জল সরবরাহ প্রকল্প হাতে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মেয়র। তিনি আশা প্রকাশ করেছেন, পুরসভার এই পদক্ষেপগুলির ফলে ভবিষ্যতে কলকাতায় পানীয় জলের সংকট অতীত হয়ে যাবে।