বর্ষায় দিঘা যাবেন? দারুন উদ্যোগ রেলের! সকাল-সন্ধ্যায় স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি

কখনও ঝিরঝিরে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। সপ্তাহান্তের এই আবহাওয়ায় আর ঘরে মন টিঁকছে না। টানছে সমুদ্র। ভাবছেন ব্যগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বেন দিঘার উদ্দেশ্যে। কিন্তু, যাবেন কীভাবে?…

kolkata to digha special train service july 2024, কলকাতা থেকে দিঘা স্পেসাল ট্রেন

কখনও ঝিরঝিরে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। সপ্তাহান্তের এই আবহাওয়ায় আর ঘরে মন টিঁকছে না। টানছে সমুদ্র। ভাবছেন ব্যগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বেন দিঘার উদ্দেশ্যে। কিন্তু, যাবেন কীভাবে? ট্রেনে গেলে আগে থেকে বুকিং না থাকলে ঘোর বিপদ। তবে আর চিন্তা নেই। দারুণ খবর। এবার সপ্তাহান্তে আনায়াসে ট্রেনে চড়ে কলকাতা থেকে যেতে পারবেন দিঘা! সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল।

রেলে তরফে ঘোষণা করা হয়েছে যে, চাহিদার কথা বিবেচনা করে জুলাই মাসে প্রতি শনি ও রবিবার কলকাতা স্টেশন তেকে দিঘা পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে। ০৩১৬১ কলকাতা–দিঘা স্পেশাল ট্রেনটিতে থাকছে তিন হাজার বার্থ এবং ১০ হাজার আসন।

   

ট্রেনের সময়সূচি-

৭ জুলাই রবিবার থেকে ০৩১৬১ কলকাতা–দিঘা স্পেশাল ট্রেন চালু হচ্ছে। সপ্তাহে দু’দিন অর্থাৎ শনিবার ও রবিবার এই ট্রেন চলবে। তবে, এই বিশেষ ট্রেন আগামী ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে।

Advertisements

কলকাতায় খেলা চরমে! জগন্নাথ মন্দিরকে বলে বলে চ্যালেঞ্জ তিরুপতি মন্দিরের

পূর্ব রেলের গোষমা মোতাবেক, কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার ট্রেনটি ছাড়বে দুপুর ২টো নাগাদ। ট্রেনটি দিঘায় পৌঁছবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। ফিরতি পথে ওই ট্রেন দিঘা থেকে ছাড়বে সন্ধ্যা ৭.১০ মিনিটে। যেটা রাত ১১.৫৫ নাগাদ কলকাতা স্টেশন এসে পৌঁছবে। কলকাতা থেকে দিঘার মধ্যে ওই স্পেশাল ট্রেন উভয় পথে আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে।

০৩১৬১ কলকাতা–দিঘা স্পেশাল ট্রেনে সেকেন্ড এসি, স্লিপার ক্লাস, স্লিপার, জেনারেল কোচ রয়েছে। ভালো চাহিদা থাকলে আগামী দিনে এই স্পেশাল ট্রেন বছরভর চালানো হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ