কলকাতায় ১২ ডিগ্রিতে নামল তাপমাত্রা, উত্তরবঙ্গে শীতল দিনের সতর্কতা জারি

কলকাতা: বর্ষশেষের কাউন্টডাউন শুরু হতেই পশ্চিমবঙ্গে যেন শীতের পারদ পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রমাগত উত্তুরে হাওয়া এবং শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে কনকনে ঠান্ডা।…

temperature drop after Saraswati Pujo

কলকাতা: বর্ষশেষের কাউন্টডাউন শুরু হতেই পশ্চিমবঙ্গে যেন শীতের পারদ পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রমাগত উত্তুরে হাওয়া এবং শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে কনকনে ঠান্ডা। বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata temperature) ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে বক্সিং ডে-তে শহরের তাপমাত্রা আরও কমে নেমে এল ১২ ডিগ্রি সেলসিয়াসে। ফলে শুক্রবারও চলতি মরশুমের অন্যতম শীতল দিনের সাক্ষী থাকল মহানগর কলকাতা।

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.০৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.০২ ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের তুলনায় প্রায় ৪ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৮ শতাংশ এবং সর্বোচ্চ ৮৯ শতাংশের কাছাকাছি থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।

   

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও শীতের দাপট স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এলাকায় ভোর ও রাতের দিকে কনকনে ঠান্ডায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শান্তিনিকেতন, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৮.০৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে শীতের প্রকোপ আরও বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ‘শীতল দিনের’ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই দুই জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের সমতল এলাকায় আলিপুরদুয়ারই ছিল সবচেয়ে শীতল, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ি এলাকায় পরিস্থিতি আরও কঠিন। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মুহূর্তে গোটা রাজ্যের মধ্যে সর্বনিম্ন।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। এর জেরে ভোরের দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমতে পারে। ফলে সড়ক, রেল, ফেরি এবং বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সকালের ট্রেন ও ফ্লাইট চলাচলে দেরি হতে পারে।

আগামী দু’দিনে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলেই পূর্বাভাস। তবে শনিবার থেকে পরবর্তী পাঁচদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আপাতত রাজ্যবাসীকে শীতের কাঁপুনি নিয়েই দিন কাটাতে হবে।

Advertisements