Kolkata: বিশ্বের সেরা ২৫ শহরের মধ্য়ে কলকাতা, শুভেচ্ছা মমতার

বিশ্বে অন্যতম সেরা শহরের তকমা পেল কলকাতা। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থার একটি সমীক্ষায় কলকাতাকে বিশ্বের অন্যতম সেরা ২৫টি শহরের মধ্যে স্থান দেওয়া হয়েছে।  ব্রিটিশ আমলের রাজধানী…

Kolkata recognizes as one of the finest city in the world by an interntional survey

বিশ্বে অন্যতম সেরা শহরের তকমা পেল কলকাতা। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থার একটি সমীক্ষায় কলকাতাকে বিশ্বের অন্যতম সেরা ২৫টি শহরের মধ্যে স্থান দেওয়া হয়েছে। 

ব্রিটিশ আমলের রাজধানী থেকে দেশীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কলকাতা (Kolkata)। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই শহর সারা বিশ্বের দরবারে ‘সিটি অফ জয়’ নামে পরিচিত। সাবেক সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা – তিনটি বসতিকে একত্র করে গড়ে উঠেছিল এই মহানগর। কলকাতা আজ গর্বের সঙ্গে বিশ্বের সেরা শহরের তালিকায় স্থান করে নিয়েছে, যা বাংলার জন্য অত্যন্ত সম্মানের। 

   

Tirupati: উড়ো মেলে আতঙ্ক! তিরুপতির ইস্কন মন্দিরে বিস্ফোরণের হুমকি আইএস জঙ্গি সংগঠনের

সৌন্দর্যায়ন, ভ্রমণ, উন্নয়নসহ বিভিন্ন মাপকাঠিতে কলকাতাকে সম্মানিত করা হয়েছে এই তালিকায়। সমীক্ষায় শহরের ঐতিহ্যবাহী স্থাপত্য, রাস্তার প্রাণবন্ত দৃশ্য এবং প্রতিটি অলিগলিতে মিশে থাকা সমৃদ্ধ সাংস্কৃতিক চর্চার কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

সামাজিক মাধ্যমে এই গৌরবের খবরটি শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শহরবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন। 

ছত্তিশগড় পুলিশ এসআই পদে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, ৯৫৯ জন পরীক্ষার্থী সফল হয়েছেন

তিনি লিখেছেন, “জয় হিন্দ, জয় বাংলা!” মুখ্যমন্ত্রীর এই পোস্টে আনন্দে উদ্বেলিত হয়েছেন কলকাতাবাসী। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে সাধারণ মানুষ, সকলেই এই কৃতিত্বে গর্ব অনুভব করছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শহরের সৌন্দর্যায়ন ও সংস্কৃতির বিকাশে রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে এবং এই স্বীকৃতি তাঁদের প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। 

আজ রাতে কার হাতে উঠবে ব্যালন ডি’অর ? চমকপ্রদ ‘আপডেট’ ফরাসি কর্মকর্তাদের

বিশ্বের সেরা শহরের তালিকায় স্থান পাওয়া কলকাতার জন্য বড় মাইলফলক। এই সাফল্যে শুধু শহর নয়, গোটা রাজ্যজুড়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অতীতের গৌরব পুনরুদ্ধার করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে কলকাতা এই আন্তর্জাতিক স্বীকৃতিকে আরেকটি প্রেরণা হিসেবে দেখছে।