রাতেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, সতর্কতা জারি

আর মাত্র কিছুক্ষণ, তারপরেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে এই কলকাতা (Kolkata Rains) শহর সহ বিভিন্ন জেলায়। রাতেই বিরাট আবহাওয়ার (Weather) বদল ঘটতে চলেছে, তেমনই ইঙ্গিত…

আর মাত্র কিছুক্ষণ, তারপরেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে এই কলকাতা (Kolkata Rains) শহর সহ বিভিন্ন জেলায়। রাতেই বিরাট আবহাওয়ার (Weather) বদল ঘটতে চলেছে, তেমনই ইঙ্গিত দিল আলিপুর হাওয়া অফিস। আপনি যদি বাড়ির বাইরে থেকে থাকেন এবং ছাতা সঙ্গে না থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব বাড়িতে ঢুকে যান নইলে বৃষ্টির কবলে পড়তে পারেন। 

ইতিমধ্যে রাত ৯টার পর শহরে দু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু মাঝরাতের দিকে আরও বৃষ্টি নামবে বলে জানাল হাওয়া অফিস। দীঘার ওপরে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিরাজ করছে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার রাতে কলকাতায় ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

   

এরপর আগামীকাল অর্থাৎ স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে আইএমডির বিজ্ঞানী সোমা সেন জানিয়েছেন, “বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব রাজস্থান এবং গুজরাটের নিকটবর্তী অঞ্চলে ঘূর্ণাবর্তের কারণে, পূর্ব রাজস্থান, উত্তর ও মধ্য ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল ১৫ আগস্টওঁ ভারী বৃষ্টি চলবে উত্তর ও মধ্য ভারতের সমতল অঞ্চলগুলিতে। এরপর ১৬ অগাস্ট থেকে ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।”

আইএমডি জানাচ্ছে, বঙ্গোপসাগরের পাশাপাশি বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে। যার জন্য আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আবার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ১৭ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।