বৃষ্টি (Kolkata Rains) নিয়ে সকলের অভিযোগের ইতি ঘটল অবশেষে। দুপুর হতে না হতেই রীতিমতো সন্ধে নামল শহরে। কালো মেঘে ঢেকে গিয়েছিল কলকাতা শহরের আকাশ। এরপরেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সেইসঙ্গে দোসর হল বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া।
এমনিতে আলিপুর আবহাওয়া অফিসের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল আবহাওয়ার রংবদল নিয়ে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে জায়গায় জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আগামী ৪/৫ দিনে ব্যাপক বৃষ্টি হবে সর্বত্র। দফায় দফায় বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলি।
আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুসারে, আজ কলকাতা সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, হুগলী মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায়। এছাড়া আজ মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তর থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা গুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই মাত্রা আগামী দিনে আরও বাড়বে। উত্তরের পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।
Weather Warning for West Bengal dated 29-07-2024 pic.twitter.com/PzSZCIh3bK
— IMD Kolkata (@ImdKolkata) July 29, 2024