শনিবাসরীয় সন্ধ্যায় প্রবল বৃষ্টি নামল কলকাতায়, বহু জেলায় হাই অ্যালার্ট জারি

একদম যেন অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বিভিন্ন আবহাওয়া অফিসের তরফে বলাই হয়েছিল যে বাংলাদেশে গভীর নিম্নচাপের দাপটে বদলে যাবে কলকাতা শহরসহ…

একদম যেন অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বিভিন্ন আবহাওয়া অফিসের তরফে বলাই হয়েছিল যে বাংলাদেশে গভীর নিম্নচাপের দাপটে বদলে যাবে কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া। এবার ঠিক যেন তাই হল আজ শনিবাসরীয় সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামলো কলকাতার শহর (Kolkata Rains) ও শহর সংলগ্ন একাধিক জায়গায়। 

Advertisements

 

   

 ইতিমধ্যে বিকেল বেলা বিভিন্ন জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। এদিকে বৃষ্টির পাশাপাশি বইছে ফুরফুরে হাওয়াও। তবে সন্ধ্যা নামতেই আরো বৃষ্টিটা যেন ঝেঁপে নামল। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। 

 

 

জানা যাচ্ছে, যেহেতু বাংলাদেশ তৎসমূহ অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এবার তারই জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যবর্তী জেলাগুলিতে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূ, নদীয়া জেলাতে। এর পাশাপাশি কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে ১৮ থেকে ২০শে আগস্ট।

 

 

আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবহাওয়ার নিয়ে বড় পূর্বাভাস দিলেন আইএমডির বিজ্ঞানী সোমা সেন। আর তিনি যা বললেন তা শুনে যে কারোরই মুখে মাঝি ঢুকে যেতে পাড়ে। তিনি বলেন, “বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এটি উত্তর-পশ্চিম দিকে সরে যাবে, তারপর বাংলা ও ঝাড়খণ্ডে বৃষ্টি হবে।”

 

 

আইএমডি বিজ্ঞানী জানান, ‘আগামীকাল রবিবার ছুটির দিন বাংলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরশু থেকে সমতলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ থেকে দিল্লিতে বৃষ্টি কমবে। আজ এবং আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরশুও বৃষ্টি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পর আবার হালকা বৃষ্টি শুরু হবে।’