জলমগ্ন শহরে মৃত ৭, পুজোর আগে চিন্তায় শহরবাসী

কলকাতা: শহরে রাতভর প্রবল বর্ষণে (Kolkata Rains) কার্যত অচল হয়ে পড়েছে মহানগর। একাধিক এলাকায় জলমগ্ন রাস্তায় জনজীবন বিপর্যস্ত। বেনিয়াপুকুর, গড়িয়াহাট, নেতাজিনগর, কালিকাপুর, একবালপুর, বেহালা এবং…

কলকাতা: শহরে রাতভর প্রবল বর্ষণে (Kolkata Rains) কার্যত অচল হয়ে পড়েছে মহানগর। একাধিক এলাকায় জলমগ্ন রাস্তায় জনজীবন বিপর্যস্ত। বেনিয়াপুকুর, গড়িয়াহাট, নেতাজিনগর, কালিকাপুর, একবালপুর, বেহালা এবং হারিদেবপুরে আলাদা ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট বলে জানা গেছে। দুর্গাপুজোর ঠিক আগে এই পরিস্থিতি আরও আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে।

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারি এলাকায় রেকর্ড হয়েছে প্রায় ৩৩২ মিমি বৃষ্টি। যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, টপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই এত প্রবল বর্ষণ শহরের রাস্তায় কোমর সমান জল তৈরি করেছে।

   

শহরের বহু রাস্তায় গাড়ি আটকে পড়েছে। শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত, মেট্রো পরিষেবাতেও সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। একাধিক স্কুল আজকে ছুটি ঘোষণা করেছে। নিম্নাঞ্চলের বাড়িতে জল ঢুকে গৃহস্থালি জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলকাতা বিমানবন্দরের টারম্যাকে জল জমে যাওয়ায় বিমান ওঠানামায় বিপত্তি সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো উড়ান দেরির সম্ভাবনা নিয়ে যাত্রীদের সতর্ক করেছে। এয়ার ইন্ডিয়ার বার্তা—“অবিরাম বর্ষণের কারণে কলকাতায় ফ্লাইট পরিষেবায় প্রভাব পড়তে পারে। যাত্রীরা ফ্লাইট স্ট্যাটাস চেক করুন।” ইন্ডিগোও যাত্রীদের পরামর্শ দিয়েছে, “বিমানবন্দরে আসতে অতিরিক্ত সময় হাতে রাখুন।”

Advertisements

রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো সামনে। কিন্তু প্রবল বৃষ্টিতে প্যান্ডেল ও আলোসজ্জার ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্যোক্তাদের নতুন করে সাজসজ্জা রক্ষার পরিকল্পনা করতে হচ্ছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “আমার এলাকাতেও এত জল আগে দেখিনি। কর্পোরেশন খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে। যদি আর বৃষ্টি না হয়, তবে আজ রাতেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC) নাগরিকদের জলমগ্ন রাস্তায় বৈদ্যুতিক খুঁটি বা তার থেকে দূরে থাকার অনুরোধ করেছে। ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ায় মানুষ আতঙ্কিত। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই প্রবল বর্ষণ হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গাপুজোর আগে শহরে আরও সমস্যা তৈরি হতে পারে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News