কলকাতার একাংশে দু’মাস ১৪৪ ধারা জারি! মুখ খুলল কলকাতা পুলিশ

২৪-এর লোকসভা ভোটের মুখে একটি তথ্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। আর সেটা হল, কলকাতা শহরের বেশ কিছু জায়গায় নাকি ১৪৪ ধারা জারি হতে চলেছে।…

২৪-এর লোকসভা ভোটের মুখে একটি তথ্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। আর সেটা হল, কলকাতা শহরের বেশ কিছু জায়গায় নাকি ১৪৪ ধারা জারি হতে চলেছে। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে এবার বড়সড় আপডেট দিল কলকাতা পুলিশ (Kolkata Police), যা শুনে সকলেই চমকে গিয়েছেন।

কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে এই তথ্য এখন উপলব্ধ। বলা হয়েছে, ‘ডালহৌসি ও ভিক্টোরিয়া হাউসের আশেপাশে কলকাতা পুলিশ নিয়মিত ১৪৪ ধারা অর্ডার জারি করে। এটি নতুন কিছু নয় এবং প্রতি দুই মাস অন্তর এই জাতীয় আদেশ পুনর্নবীকরণ করা হয়। পূর্ববর্তী আদেশের একটি কপি সংযুক্ত করা হয়েছে। তাই দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সকলে বিরত থাকুন।’

   

শুক্রবার কলকাতা পুলিশ ১৪৪ ধারা জারি করে ২৮ মে থেকে ৬০ দিনের জন্য পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত নিষিদ্ধ করার কথা ঘোষণা করে। পুলিশের কাছে নাকি খবর এসেছে, কলকাতায় হিংসাত্মক বিক্ষোভের আশঙ্কা রয়েছে, যার ফলে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে। দু’মাসের জন্য কলকাতায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত কলকাতায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। যদিও এখন সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে, শুধুমাত্র ডালহৌসি এবং ভিক্টোরিয়া হাউসে এই ১৪৪ ধারা জারি থাকবে।