সম্প্রতি ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামে একটি হোয়াটস্যাপ গ্রুপ খুলেছিল একদল যুবক। আর সেই গ্রুপেই নানান ধরনের সরকার বিরোধী কর্মসূচি নিয়ে আলোচনা চালাত তাঁরা। তেমনই বেশ কিছু ‘আপত্তিকর’ ভয়েস মেসেজ পাওয়া গিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হামলা করার চক্রান্ত করা হয়েছিল বলে পুলিশের দাবি। ভয়েস মেসেজটি হাতে পেতেই নড়েচড়ে বসে পুলিশ।
এবার ‘ত্রিফলা’ অভিযান! নবান্ন অভিযান-বিজেপির বনধ নিয়ে চর্চার মাঝেই ছাত্রদের পরামর্শ শুভেন্দুর
ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে বাঁশদ্রোনী থানা। ধৃত যুবকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বা বিএনএসের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত পাঁচ জন হলেন, শুভম সেন শর্মা, বর্ষা ঘোষ, কৃষ্ণা ঘোষ এবং গ্রুপের দুই অ্যাডমিন অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায়।
ফোঁস মন্তব্য-জুনিয়র ডাক্তারদের হুমকি! বিতর্ক বাড়তেই তড়িঘড়ি সাফাই দিলেন মমতা
ওই অভিযুক্ত পাঁচ জন মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে হামলার জন্য লোক জড়ো করার পরিকল্পনা করছিল বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরেই ওই পাঁচ যুবকের সন্ধান পায় বাঁশদ্রোনী থানার পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয় ওই অভিযুক্তদের।
ভারতে ছাত্র আত্মহত্যার ‘মহামারী’ ছাপিয়েছে জনসংখ্যা বৃদ্ধিকে, NCRB রিপোর্টে চাঞ্চল্য
ওইপাঁচ জনের বিরুদ্ধে ঘৃণা এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি, রাজ্যের শাসকদল এবং অন্যদের মধ্যে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে।