KMC Election 2021: কলকাতা পুরভোটে কারচুপির অভিযোগে ধৃত যুবক

নিউজ ডেস্ক, কলকাতা : কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election ) বিরোধীরা নানা অভিযোগ তুলেছেন। বুথ দখল, ছাপ্পা থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ করেছেন তাঁরা।…

election

নিউজ ডেস্ক, কলকাতা : কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election ) বিরোধীরা নানা অভিযোগ তুলেছেন। বুথ দখল, ছাপ্পা থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ করেছেন তাঁরা। মঙ্গলবার পুরসভা নির্বাচনের ফলাফলে সবুজ ঝড় উঠেছে।

এদিকে কলকাতা পুরভোটে এক ব্যক্তি ইভিএম মেশিনে কারচুপি করেছিল বলে অভিযোগ। এই ঘটনা তখন জানা না গেলেও বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে এবার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

   

পুলিশ সূত্রে খবর, গৌরব দাস নামে ওই ব্যক্তির নামে বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের সঙ্গে একটি ভিডিও জমা পড়ে। সেখানে দেখা যাচ্ছে, একটি পোলিং বুথের ভেতর ইভিএম মেশিনে এই ব্যক্তি বারবার একটি বোতাম টিপে যাচ্ছিল। সেই অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেফতার করা হয়।

https://twitter.com/ANI/status/1473490190647713801?s=20

Advertisements

এদিকে কলকাতা পুরসভা নির্বাচন শেষ হয়ে তার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। ফলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন তিনি এই কাজ করছিলেন?‌ কোন দলের হয়ে তিনি এই কাজ করছিলেন?‌ তা খতিয়ে দেখছে পুলিশ।

<

p style=”text-align: justify;”>জানা গিয়েছে, ধৃত ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিভাবে তিনি সেখানে প্রবেশ করেছিলেন?‌ ইভিএম মেশিনে কেন এই ঘটনা ঘটাচ্ছিলেন?‌ সব খতিয়ে দেখা হচ্ছে। বড়তলা থানা বিষয়টি লালবাজারকে জানিয়েছে। পাশাপাশি গৌরবের নামে আগে কোনও অভিযোগ পুলিশের খাতায় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।