আরজি কর হামলার ঘটনায় গ্রেফতার বেড়ে ১৯, কলকাতা পুলিশ কাকে দিল বিশেষ কৃতজ্ঞতা

আরজি করের ভাঙচুরের ঘটনায় অতি সক্রিয় কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের হাতে ১৯ জন হামলাকারীকে গ্রেফতার করা…

students wants to know the reason why police was quiet

আরজি করের ভাঙচুরের ঘটনায় অতি সক্রিয় কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের হাতে ১৯ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, সমাজমাধ্যমের কলকাতা পুলিশের পোস্ট করা ছবি দেখে পাঁচজনকে চিহ্নিত করেছেন নেটিজেনরা। তাঁদেরকেও গ্রেফতার করা হয়েছে। আরজি করের ঘটনার আঁচ রাজ্য থেকে দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও।

আরজিকর কাণ্ডে ‘রাম-বাম’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

   

কলকাতা পুলিশ সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছে, ‘ পরশু রাতে আর.জি. কর হাসপাতালে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছি আমরা, যাদের মধ্যে পাঁচজনকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চিহ্নিত করেছেন আপনারা। বাকি হামলাকারীদের খোঁজও আমরা খুব দ্রুতই পাব বলে আমাদের বিশ্বাস। আরও একবার অনুরোধ, গতকালের পোস্ট থেকে আর কাউকে শনাক্ত করতে পারলে অনুগ্রহ করে জানান। পাশে থাকার জন্য, ভরসা রাখার জন্য ধন্যবাদ।’

স্বাধীনতার পর প্রথম ওয়ানডে কবে খেলেছিল ভারত? কী হয়েছিল ম্যাচের রেজাল্ট?

যদিও কলকাতা পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছে আন্দোলনরত পড়ুয়াদের একাংশ। নার্সরা কলকাতা পুলিশের উপর মারাত্মক অভিযোগ করেছে। তাঁদের অভিযোগ দুষ্কৃতীরা যখন আরজি করে হামলা চালিয়েছে তখন পুলিশ কার্যত নিশ্চুপ ছিল। অনেকে অভিযোগ করেছেন, পুলিশ বাথরুমে লুকিয়ে ছিলেন। তাঁরা চাইলেই এই ঘটনা থামাতে পারত কিন্তু করেনি, এমনও অভিযোগ এনেছেন অনেকে।

ভাঙচুরকাণ্ডে আর জি করের প্রিন্সিপালকে রাতেই সিজিওতে নিয়ে গেল ‘অসন্তুষ্ট’ সিবিআই!

মঙ্গলবার মধ্যরাতে আরজি করে হামলা এবং ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। লালবাজারের একটি সূত্র মারফত জানা যায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেই জিজ্ঞাসাবাদ করন তাঁদের। তিনটি মামলা রুজু করা হয় লালবাজারের তরফে। আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ! তারপরেই পুলিশের জালে দুষ্কৃতীরা।