আরজি কর (RG Kar case) কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার গোটা বাংলা। গত ১৫ দিন ধরে প্রতিবাদে সামিল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে মানুষ। শহরের রাজপথ থেকে গ্রামের অলিতে গলিতে রাত দখল করেছেন মহিলারা।
তৃণমূলের ১০ সাংসদ-বিধায়ক যৌন হেনস্থায় অভিযুক্ত, বিজেপি শীর্ষে ও দ্বিতীয় কংগ্রেস
এবার সেই আন্দোলন আরো তীব্রতর করে তুলতে আগামী ২৭ ই অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দুপুর দুটো থেকে এই অভিযান শুরু হওয়ার কথা। মূলত বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সমর্থ্য নেই এই অভিযান হবে বলে জানা গিয়েছে।
— Kolkata Police (@KolkataPolice) August 25, 2024
এবার ফাইনাল অ্যাকশন, ২০২৬ শেষ হবে মাওবাদ, স্পষ্ট বার্তা কেন্দ্রের
অন্যদিকে জুন মাসে একবার বাতিলের পর পুনরায় হতে চলেছে ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা। সুতরাং স্বাভাবিকভাবেই শহরের বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়ার কথা পরীক্ষার্থীদের। তাই তাদের যাতে নিরাপত্তায় কোনও বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখবে কলকাতা পুলিশ। রবিবার এক্স হান্ডেলে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রাজনৈতিক মিছিল এবং পরীক্ষা একই দিনে হওয়ায় প্রতিটি এলাকায় প্রতি থানাকে সতর্ক থাকা নির্দেশ পাঠানো হয়েছে। বিভিন্ন এলাকায় বাড়ানো হতে পারে পুলিশ কর্মীর সংখ্যা। এমনকি যে কোন প্রয়োজনে পরীক্ষার্থীরা নিকটবর্তী পুলিশ কর্মী এবং থানায় যোগাযোগ করার কথাও বলা হয়েছে।
মঙ্গলবার গোটা শহরকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হবে বলেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।
আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে ‘সন্দীপ ঘনিষ্ট’ ফরেন্সিক অধ্যাপক
গত জুন মাসে ইউজিসি নেটের পরীক্ষায় জালিয়েতি হওয়ায় পরীক্ষা বাতিল হয়। পুনরায় সেই পরীক্ষা আয়োজিত হতে চলেছে এই মঙ্গলবার। অন্যদিকে আরজিকর ইস্যুতেও উত্তাল গোটা শহর। রাজ্যের বিরোধী দলগুলি প্রতিদিনই সভা মিছিল ঝরনা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে। ফলে অনেক ক্ষেত্রেই হেনস্তা হতে হচ্ছে নিত্যযাত্রী কিংবা পথ চলতি মানুষকে। তাই সেই ভোগান্তি যাতে নেট পরীক্ষার্থীদের পোহাতে না হয় সেই জন্যই কলকাতা পুলিশে এই পদক্ষেপ।