যাত্রীদের জন্য দারুর সুখবর। এবার রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে কলকাতা মেট্রো। আজ থেকেই চালু হচ্ছে বিশেষ এই রাত্রীকালীন পরিষেবা। তবে পরীক্ষামূলকভাবে। আপাতত কেবল কলকাতা মেট্রোর ব্লু-লাইন (উত্তর-দক্ষিণ) রুটেই সেই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কলকাতা মেট্রোর ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ) রাত ১১টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে মেট্রো চালানো হবে।
৩৫ পয়সার বদলে ১০ লাখের বীমা! জানুন ভারতীয় রেলের শোরগোল ফেলা নিয়ম
কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রাত ১১টায় যে দু’টি স্পেশাল মেট্রো চালানো হবে, সেই দু’টিই যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে। প্রতিটি স্টেশনে একটি টিকিট কাউন্টার খোলা থাকবে। যাত্রীরা স্মার্টকার্ড ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন।
‘ভোটের দিন তৃণমূল সমর্থকরা যেন বাড়ি থেকে না বেরোয়’, বিস্ফোরক ভিডিয়ো পোস্ট কুণালের
এতদিন কবি সুভাষ এবং দমদম থেকে রাত ৯ টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়ত। তারপর ১০ টা ২৯ মিনিটে যথাক্রমে দমদম এবং কবি সুভাষ স্টেশনে পৌঁছাত। যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। বেশি রাতে শেষ মেট্রো চালানোর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানানো হয়েছিল। আদালত মেট্রো কর্তৃপক্ষকে এই বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছিল।
এরপর কলকাতা মেট্রো কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে আজ থেকেই (২৪ মে ২০২৪) সোমবার-শুক্রবার পর্যন্ত রাত্রীকালীন মেট্রো চালানোর সিদ্ধান্ত নেন।