চালকবিহীন ট্রেনের পরীক্ষার জন্য বন্ধ থাকছে কলকাতা মেট্রো

কলকাতা: প্রযুক্তি এখন শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায়। আগামী রবিবার, ৩ আগস্ট, শহরের পরিবহণ ব্যবস্থায়…

New-Garia Airport Metro line

কলকাতা: প্রযুক্তি এখন শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায়। আগামী রবিবার, ৩ আগস্ট, শহরের পরিবহণ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কারণ, এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর অর্থাৎ গ্রিন লাইন ২ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যাত্রী চলাচলের জন্য। এই সাময়িক পরিষেবা বন্ধ থাকার পেছনে রয়েছে এক বড় প্রযুক্তিগত প্রস্তুতি — চালু হতে চলেছে চালকবিহীন মেট্রো ট্রেন পরিষেবা।

কলকাতা মেট্রো সূত্রে খবর, ওই দিন চালকবিহীন ট্রেন (Automatic Train Operation বা ATO) চালিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ট্রায়াল চালানো হবে। শহরে এই প্রথম এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। বর্তমানে দিল্লি মেট্রোতে এই প্রযুক্তি ব্যবহৃত হলেও, কলকাতার ক্ষেত্রে এটি এক নতুন অধ্যায়ের সূচনা।

   

রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট করিডোরে কোনও মেট্রো ট্রেন চলবে না। শনিবার রাত, অর্থাৎ ২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে এই পরীক্ষামূলক কাজ। চলবে পরবর্তী দিন রাত ১১টা পর্যন্ত। অর্থাৎ প্রায় ২৫ ঘণ্টা এই ট্রায়াল চলবে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, Communication Based Train Control (CBTC) প্রযুক্তির মাধ্যমেই এই চালকবিহীন ট্রেন চলবে। এই পদ্ধতি মেট্রোর সময় নির্ধারণ, ট্রেনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করে তোলে।

পরিষেবা বন্ধ রাখার জন্য রবিবার দিনটিকেই বেছে নেওয়া হয়েছে, কারণ সাপ্তাহিক ছুটির দিনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। ফলে বড় পরিমাণে যাত্রী সমস্যায় না পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পরীক্ষার সময় শুধু গ্রিন লাইন ২-এই প্রভাব পড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইন পরিষেবা স্বাভাবিক থাকবে।

Advertisements

এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, এই ট্রায়াল সফল হলে খুব শীঘ্রই হাওড়া ও শিয়ালদহ পর্যন্ত মেট্রো যাত্রী পরিষেবা শুরু হয়ে যেতে পারে। এমনকি চালকবিহীন ট্রেন নিয়মিতভাবে চালানোও শুরু হতে পারে আগামী মাসগুলোতে।

এই প্রযুক্তিগত অগ্রগতি শুধুমাত্র যাত্রী পরিষেবাকে দ্রুততর এবং নিরাপদ করবে না, বরং কলকাতার মেট্রো ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তুলবে। শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, বেশিরভাগ মানুষই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, শহরের ট্রাফিক ও যাতায়াত সমস্যার সমাধানে এমন প্রযুক্তিগত পদক্ষেপ খুবই জরুরি।

সব মিলিয়ে, ৩ আগস্ট শুধু এক দিনের যাত্রী পরিষেবা বন্ধ নয়, বরং কলকাতা মেট্রোর ইতিহাসে একটি বড় প্রযুক্তিগত মাইলফলকের দিন হতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।