আজ ১২ ঘণ্টা বাংলা বনধ, স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা? জানুন

আরজি কর-কাণ্ডে আজ শুক্রবার বাংলাজুড়ে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। এদিকে এসইউসিআই-এর ডাকা ধর্মঘটকে ঘিরে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। এই ধর্মঘটের আঁচ কলকাতা শহরেও…

আরজি কর-কাণ্ডে আজ শুক্রবার বাংলাজুড়ে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। এদিকে এসইউসিআই-এর ডাকা ধর্মঘটকে ঘিরে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। এই ধর্মঘটের আঁচ কলকাতা শহরেও পড়ার আশঙ্কা করছেন অনেকে। তবে এসবের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)।

আপনিও কি রোজ মেট্রোতে করে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। এসইউসিআই (সি) দলের ডাকা ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে ১৬ আগস্ট কলকাতা মেট্রো রেল স্বাভাবিক পরিষেবা চালানোর কথা ঘোষণা করেছে। মেট্রো কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া, জোকা-মাঝেরহাট, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, শিয়ালদহ-সেক্টর ফাইভ, নিউ গড়িয়া-রুবি মোর করিডর বরাবর ১৬ অগাস্ট সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত (১২ ঘণ্টা) পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছে যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়।

   

কলকাতা মেট্রোর তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, একটি সংগঠবের ডাকা ১২ ঘণ্টার বনধের পরিপ্রেক্ষিতে, মেট্রো কর্তৃপক্ষ ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে ১৬ আগস্ট ০৬.০০ টা থেকে ১৮.০০ টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করছে যাতে যাত্রীরা কোনও অসুবিধার মুখোমুখি না হন। নির্ধারিত সময়সূচী অনুসারে সমস্ত মেট্রো স্টেশনে সাধারণ মেট্রো পরিষেবা চালানোর জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হবে।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতি পরিচালনা করতে এবং যাত্রীদের সহায়তা করতে মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত সুরক্ষা কর্মীও মোতায়েন করা হবে। মেট্রোর উচ্চ পর্যায়ের আধিকারিকরা মেট্রো রেল ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে রিয়েল টাইম ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিস্থিতির উপর নজর রাখবেন। এদিকে কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।