লক্ষ্মীপুজোয় কমবে মেট্রো, জানুন সম্পূর্ণ সময়সূচি ও পরিষেবার পরিবর্তন

কলকাতা: পুজোর মরসুম এখনও শেষ হয়নি। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) প্রস্তুতিতে ব্যস্ত শহরবাসী। এই বিশেষ দিনে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এক…

Kolkata Metro Adds Special Blue Line Trains for Mahalaya Rush

কলকাতা: পুজোর মরসুম এখনও শেষ হয়নি। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) প্রস্তুতিতে ব্যস্ত শহরবাসী। এই বিশেষ দিনে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এক বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার, লক্ষ্মীপুজোর দিনে ব্লু লাইনে সাধারণ সময়ের তুলনায় কম মেট্রো ট্রেন চলবে। মোট ৩৬টি পরিষেবা বাতিল করে ওই দিন ২৩৬টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

সাধারণ দিনে ব্লু লাইনে যেখানে মোট ২৭২টি পরিষেবা দেওয়া হয়, সেখানে পুজোর দিনে কিছুটা কমিয়ে ২৩৬টি পরিষেবা চালানো হবে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন চলবে।

   

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রথম এবং শেষ মেট্রো ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যাত্রার শুরু এবং শেষের সময়ে কোনও বদল থাকছে না।

প্রথম মেট্রো চলবে নিম্নলিখিত সময়সূচিতে:

সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত

সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত

সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত

সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত

শেষ মেট্রো চলবে নিম্নলিখিত সময়সূচিতে:

রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত

রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত

রাত ৯টা ৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত

তবে আশার কথা, ব্লু লাইনের বাইরে বাকি সব লাইন — গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে — পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ, শুধু ব্লু লাইনেই পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হচ্ছে।

মেট্রো রেলের এক আধিকারিক জানান, “প্রতি বছর লক্ষ্মীপুজোর দিনে যাত্রী সংখ্যা অনেকটাই কম থাকে। সেই কারণেই পরিষেবা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই সময়সূচি তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দুর্গাপুজোর পর সরকারি অফিসগুলি অনেকটাই বন্ধ থাকে। তবে কিছু বেসরকারি অফিস খোলা থাকে। ফলে অফিসযাত্রীদের মধ্যে কেউ কেউ সামান্য অসুবিধায় পড়তে পারেন। তবুও সার্বিকভাবে পরিষেবা প্রায় স্বাভাবিকই থাকবে।”

এই পরিষেবা হ্রাসের ফলে যাত্রাপথে বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে কিছুটা চাপ তৈরি হতে পারে। তাই যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে আগেভাগে যাত্রার পরিকল্পনা করে নিতে এবং সময়সূচি সম্পর্কে অবগত থাকতে।

শহরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং পুজোর পরিবেশে কোনও বিশৃঙ্খলা তৈরি না করার লক্ষ্যেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, লক্ষ্মীপুজো উপলক্ষে যান চলাচল নিয়েও বিশেষ নজরদারি চালানো হবে।