শেষ মেট্রোর সময় পরিবর্তন, যাত্রীদের জন্য নেওয়া হল বিরাট উদ্যোগ

শেষ মেট্রোর সময় পরিবর্তন করল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। রাত ১১টার বদলে শেষ মেট্রো রেল ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। কবি সুভাষ এবং…

kolkata metro last train timming changed Lets find out whole details , আজ থেকে কলকাতা মেট্রোর রাত্রীকালীন পরিষেবা বন্ধ, জানুন শেষ ট্রেনের সময়

শেষ মেট্রোর সময় পরিবর্তন করল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। রাত ১১টার বদলে শেষ মেট্রো রেল ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। কবি সুভাষ এবং দমদম থেকে (Kolkata Metro) ছাড়বে দুটি শেষ মেট্রো। আগামী ২৪ জুন থেকে লাগু হবে এই নতুন নিয়ম। এর আগে মে মাসে মেট্রো রেল জানিয়েছিল, শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়।

শেষ মেট্রো চালু হওয়ার পর প্রায় মাসখানেক কেটে গেলেও যাত্রী সংখ্যা বৃদ্ধি পায়নি। খুব অল্প সংখ্যক যাত্রীই শেষ মেট্রো দুটিতে সফর করতেন। ২৪ মে মেট্রো যাত্রীদের জন্য বিশেষ রাত্রিকালীন পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে গোটা বিষয়টি চালু করা হয়।

   

অবশ্য অন্য লাইনগুলিতে নয়, কেবল মেট্রোর ব্লু-লাইন (উত্তর-দক্ষিণ) রুটেই সেই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, শেষ মেট্রো চালিয়ে রেলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছিল। সেই কারণেই শেষ মেট্রোর সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের অনেকেই অভিযোগ করছিলেন, শেষ মেট্রোর কানেক্টিং বাস-অটো মিলছে না সহজে। সময় পরিবর্তনের ক্ষেত্রে তাঁদের দাবিটিও মাথায় রেখেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

ভরা সভায় আচমকা মোদীর হাত ধরে টানলেন মুখ্যমন্ত্রী! কী হল তারপর?

কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছিলেন, রাত ১১টায় যে দু’টি স্পেশাল মেট্রো চালানো হবে, সেই দু’টিই যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে। প্রতিটি স্টেশনে একটি টিকিট কাউন্টার খোলা থাকবে। যাত্রীরা স্মার্টকার্ড ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন।

এর আগে পর্যন্ত কবি সুভাষ এবং দমদম থেকে রাত ৯টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়ত। তারপর ১০ টা ২৯ মিনিটে যথাক্রমে দমদম এবং কবি সুভাষ স্টেশনে পৌঁছাত। যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল।

শিয়ালদহ-হাওড়া থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের সময় পরিবর্তন, দেখুন তালিকা

বেশি রাতে শেষ মেট্রো চালানোর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানানো হয়েছিল। আদালত মেট্রো কর্তৃপক্ষকে এই বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশের পরই রাত্রিকালীন পরিষেবা চালু করে মেট্রো।