কালীঘাট স্টেশনে আত্মহত্যা, দীর্ঘক্ষণ বন্ধ মেট্রো চলাচল

দুর্ঘটনা এবার কালীঘাটে। কারণ কালীঘাট (Kalighat) মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বুধবার রাতে কালীঘাট স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন…

দুর্ঘটনা এবার কালীঘাটে। কারণ কালীঘাট (Kalighat) মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বুধবার রাতে কালীঘাট স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন ঐ ব্যক্তি। যার জেরে পরিষেবায় বিঘ্ন ঘটে। আপ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, ডাউন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ফলে বাড়ি ফেরার পথে সমস্যায় পড়েন যাত্রীরা। 

Mamata Banerjee: ফিরল রেড রোডের দুর্ঘটনার স্মৃতি! সময়ের হেরফেরে বড় বিপদ এড়ালেন মমতা

   

তবে এই ঘটনার পরেই মেট্রোরেল কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানায়। তবে রাত হয়ে যাওয়ায় এদিন আর পরিষেবা স্বাভাবিক করা যাবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। রাতের দিকে তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণে অনেকেই মেট্রোরেলের উপর নির্ভর করেন। ফলে তাঁদের সমস্যায় পড়তে হল।

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন ঐ ব্যক্তি। এর ফলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে পরিষেবা। লাইন থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করতে সময় লাগে। সেই ব্যক্তিকে উদ্ধার করার পর এসএসকেএম হাসপাতালে খবর দেওয়া হয়।

আত্মহত্যা করা ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তিনি কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটাও জানা যায়নি। তবে এই ব্যক্তির মৃত্যুর ফলে বহু মানুষকে সমস্যায়  পড়তে হয়েছে।