আংশিক বন্ধ মেট্রো পরিষেবা, ঘূর্ণিঝড়ের প্রহর গুনছে কলকাতা

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে রিমেল। শেষ পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে ক্যানিং থেকে মাত্র ১৯০ কিমি দূরে রয়েছে রিমেল ঘূর্ণিঝড়। এই আহবে কলকাতা মেট্রোর চলাচল…

36 Metro Services to Be Reduced in One Go: Check the New Timetable

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে রিমেল। শেষ পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে ক্যানিং থেকে মাত্র ১৯০ কিমি দূরে রয়েছে রিমেল ঘূর্ণিঝড়। এই আহবে কলকাতা মেট্রোর চলাচল আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ থাকবে যাত্রী পরিষেবা। তবে এই আংশিক মেট্রো কতক্ষণ বন্ধ থাকবে সেই নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা অবশ্য স্বাভাবিক রয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত।  টালিগঞ্জের পর থেকে মেট্রো লাইন আর ভূগর্ভস্থ নয়। উপর দিয়ে যাতায়াত করে মেট্রো। তাছাড়া আশেপাশে রয়েছে গাছপালা। সেক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে। সে কারণেই বন্ধ করা হচ্ছে বলেই অনুমান। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে পরিষেবা বন্ধের কারণ হিসাবে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। শুধু তাই নয় ফের কখন আবার পরিষেবা আবার স্বাভাবিক হবে সেই নিয়েও দেওয়া হয়নি নির্দিষ্ট তথ্য।

   

হাওয়া অফিসের শেষ পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ক্যানিংয়ের ১৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে।