কলকাতার ব্যস্ততম মেট্রো করিডরে পরিষেবা বন্ধের ঘোষণা

কলকাতা: মহানগরের যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত কলকাতা মেট্রোর দক্ষিণ অংশে বন্ধ থাকছে পরিষেবা (Kolkata Metro…

Kolkata Metro service disruption

কলকাতা: মহানগরের যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত কলকাতা মেট্রোর দক্ষিণ অংশে বন্ধ থাকছে পরিষেবা (Kolkata Metro Service)। বৃহস্পতিবার প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলাচল করবে না। ফলে সপ্তাহান্তে দক্ষিণ কলকাতার বিপুল সংখ্যক যাত্রীকে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, টার্ন আউট সংক্রান্ত রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ কাজের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য শনিবার রাত থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত এই রুটে ট্রেন বন্ধ থাকবে। কলকাতার ব্যস্ততম মেট্রো করিডরের মধ্যে একটি হওয়ায় এই পরিষেবা বিঘ্ন যাত্রীদের জন্য যে বড়সড় ভোগান্তি ডেকে আনবে, তা বলাই বাহুল্য। বিশেষত দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, নেটাজি, মাস্টারদা সুর্য্য সেন, গীতাঞ্জলি, কবি সুভাষ প্রভৃতি স্টেশনগুলির সঙ্গে যুক্ত যাত্রীদের যাতায়াত প্রভাবিত হবে।

   

তবে মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধা কমাতে কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করছে। রবিবার সরকারি চাকরির বড়সড় নিয়োগ পরীক্ষা থাকায়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পরীক্ষার্থী শহরে আসবেন। তাঁদের কথা মাথায় রেখেই মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা অবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত রুটে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি যাত্রী চাপ সামলাতে বাড়তি ট্রেন চালানোরও ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন লাইন তথা সেক্টর ভি থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলা মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ যারা সল্টলেক, রাজারহাট প্রভৃতি এলাকায় যাতায়াত করবেন, তাঁদের কোনও অসুবিধা হবে না। মূলত কাজকর্ম, পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনের জন্য দক্ষিণ কলকাতা ও নিউ টাউনের যাত্রীদের জন্য আগেভাগেই পরিষেবা সংক্রান্ত সঠিক তথ্য জানাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শনিবার রাত থেকেই পরিষেবা বন্ধ হওয়ায় শনিবারের শেষ ট্রেন দক্ষিণ লাইন থেকে আগেভাগে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে রবিবার বিকেল ৪টার পর থেকেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করা হবে। যাত্রীদের সুবিধার জন্য মেট্রো রেলের ওয়েবসাইট এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সময়সূচি ও পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে।

Advertisements

মেট্রো সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করতে এই টার্ন আউট কাজ অত্যন্ত প্রয়োজনীয়। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত এই মেট্রো করিডরে রক্ষণাবেক্ষণের গুরুত্ব অপরিসীম। তাই এই অস্থায়ী অসুবিধার বিনিময়ে ভবিষ্যতে আরও মসৃণ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

যাত্রীদের অসুবিধা কমাতে অতিরিক্ত ট্রেনের পাশাপাশি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হবে। সেখানে যাত্রীরা হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করে পরিষেবা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এছাড়াও, মেট্রো স্টেশনগুলিতে বিশেষ ঘোষণার মাধ্যমে যাত্রীদের পরিষেবা বিঘ্ন এবং বিকল্প রুটের তথ্য জানানো হবে।

কলকাতার অন্যতম প্রধান গণপরিবহন হিসেবে মেট্রো পরিষেবার ওপর নির্ভরশীল যাত্রীদের জন্য এই খবর কিছুটা অস্বস্তিকর হলেও রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ হলে ভবিষ্যতের জন্য আরও নিরাপদ ও উন্নত পরিষেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।