Kolkata Metro Rail: শনিবার বন্ধ থাকবে কলকাতার পাতালপথ

আগামী শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata Metro Rail) পরিষেবা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে না সেদিন।

Kolkata Metro Rail east west

আগামী শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata Metro Rail) পরিষেবা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে না সেদিন। শুধু আগামী শনিবারই নয়, পরবর্তী সপ্তাহের শনিবারও সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল।

Advertisements

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্যই ১৯ অগস্ট ও ২৬ অগস্ট দিনভর বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিচালন ব্যবস্থার সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল ইন্টিগ্রেটেড সেফটি। ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামী দুটি শনিবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হবে।

   

প্রসঙ্গত, যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাত্রী সুরক্ষাকে বরাবরই প্রাধান্য দিয়ে আসছে কলকাতা মেট্রো। অতীতে বিভিন্ন সময়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে বাড়তি পরিষেবা দিতে দেখা গেছে। শহরজুড়ে কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজও চলছে জোরকদমে। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ একবার সম্পূর্ণ হয়ে গেলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পৌঁছে যাওয়া যাবে গঙ্গার নীচ দিয়ে।

উল্লেখ্য, শহরের যাত্রী পরিবহণের অন্যতম লাইফলাইন হল কলকাতা মেট্রো। শিয়ালদহ ও সেক্টর ফাইভ সংযুক্তিকরণের পর থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে যাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। শনিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে, সেই যাত্রীদের সমস্যায় পড়তে হবে। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোর তরফে ক্ষমা চাওয়া হয়েছে।