ইদ উপলক্ষে কলকাতা মেট্রোয় সময়সূচিতে বড় পরিবর্তন

সোমবার ইদ উপলক্ষে কলকাতা মেট্রোর(Kolkata Metro) পরিষেবায় কিছু পরিবর্তন থাকবে।ওইদিন সাধারণ দিনের তুলনায় মেট্রোর সংখ্যা কমানো হয়েছে, তবে বিশেষ সার্ভিস থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ…

Kolkata Metro

সোমবার ইদ উপলক্ষে কলকাতা মেট্রোর(Kolkata Metro) পরিষেবায় কিছু পরিবর্তন থাকবে।ওইদিন সাধারণ দিনের তুলনায় মেট্রোর সংখ্যা কমানো হয়েছে, তবে বিশেষ সার্ভিস থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিশেষ করে ব্লু লাইন (নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর) রুটে মেট্রোর সংখ্যা কমে যাবে।

সাধারণভাবে ব্লু লাইন রুটে প্রতি দিন ২৬২টি মেট্রো চলে, কিন্তু ইদের দিন এই সংখ্যা কমে ২৩৬টি হবে। আপ এবং ডাউন লাইন উভয়ই চলবে ১১৮টি মেট্রো, যা অন্যান্য দিনের তুলনায় কম। এই পরিবর্তনটি মূলত ইদের দিনের বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে করা হয়েছে।

   

তবে ইদের দিন মেট্রোর প্রথম সার্ভিসের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে, এবং একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্যও প্রথম মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে, এবং টালিগঞ্জ থেকে একটি মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে একই সময়ে।

Advertisements

রাতের পরিষেবাতেও একই নিয়ম বহাল থাকবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রাত ৯টা ৩০ মিনিটে একটি মেট্রো ছাড়বে, এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোটি ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। ব্লু লাইনে রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে একটি মেট্রো ছাড়লেও, এই দিন রাতে স্পেশাল মেট্রো চালানো হবে। স্পেশাল মেট্রোটি রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে ছাড়বে।

গ্রিন লাইন-১ (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ) রুটে মোট ৯০টি মেট্রো চলবে, যার মধ্যে ৪৫টি আপ এবং ৪৫টি ডাউন লাইনে চলবে। তবে গ্রিন লাইন-২, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিবর্তন থাকবে না, এবং ওই রুটে পরিষেবা যেমন চলছিল, তেমনই চলবে।

ইদের দিনে মেট্রোর সংখ্যা কমানো হলেও বিশেষ সার্ভিস চালু থাকবে, যা সন্ধ্যা এবং রাতের বেলা যাত্রীদের সুবিধার্থে ব্যবহৃত হবে। কলকাতা মেট্রো যাত্রীদের অনুরোধ করেছে যে, তারা পূর্ব পরিকল্পনা করে যাত্রা শুরু করবেন, যাতে ইদের দিনে কোনও অসুবিধা না হয়।