মেট্রো যাত্রীদের জন্য বিশেষ সুখবর। কারণ সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করল কলকাতা মেট্রো। যার ফলে টিকিট কাটায় আর সমস্যায় পড়তে হবেনা নিত্য মেট্রো যাত্রীদের।
তবে এর আগে এই এই আধুনিক টিকিটিং ব্যবস্থা চালু হয় গত ০৭.০৫.২০২৪ তারিখে শিয়ালদহ স্টেশনে। যেখানে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এর সহযোগিতাকে অবলম্বন করেই এই টিকিটিং ব্যবস্থা চালু করেছিল। যা যাত্রীদের জন্য বিশেষ প্রাপ্তি।
তবে এই নিয়মকে অনুসরন করে টিকিট কাটতে গেলে যাত্রীদের বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমত যাত্রীদের টিকিট কাউন্টারে গিয়ে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। এরপর কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউ আর কোডটি স্ক্যান করে স্মার্ট ফোনের সাহায্যে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে। এই লেনদেন সম্পূর্ণ হলেই কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিটটি তিনি হাতে পাবেন এবং মেট্রোয় সফর করতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে মেট্রো যাত্রীরা নিজেদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন। যা খুব অল্প সময়ে সম্পন্ন করা যাবে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ।
যাত্রীদের কথা মাথায় রেখেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগানের পর এবার এসপ্লানেড থেকে হাওড়া ময়দান স্টেশন, এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন ,জোকা থেকে মাঝেরহাট স্টেশন ও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের নেওয়া এই সিদ্ধান্তে খুশির বাতাবরণ দেখা গেছে মেট্রো যাত্রীদের মধ্যে।