মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বাড়ছে মেট্রোর সংখ্যা ও সময়সূচি

কলকাতাবাসীর জন্য বড়সড় সুখবর নিয়ে হাজির হল মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। আগামী ১১ আগস্ট, সোমবার থেকে শহরের বিভিন্ন রুটে মেট্রোর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই…

Kolkata Metro

কলকাতাবাসীর জন্য বড়সড় সুখবর নিয়ে হাজির হল মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। আগামী ১১ আগস্ট, সোমবার থেকে শহরের বিভিন্ন রুটে মেট্রোর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই পরিষেবার সময়ও বাড়ানো হচ্ছে। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে মেট্রো রেল। যাত্রী চাহিদা এবং ভিড় সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রিন লাইন ১ (শিয়ালদহ – সল্টলেক)
শিয়ালদহ থেকে সল্টলেক রুটে এবার থেকে প্রতিদিন আরও দুটি অতিরিক্ত ট্রেন চালানো হবে। আগে যেখানে আপ ও ডাউন মিলিয়ে মোট ১০৬টি মেট্রো চলত, এখন চলবে ১০৮টি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পরিষেবা শুরুর সময়ের ক্ষেত্রে। শিয়ালদহ থেকে সল্টলেকের দিকে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৫ মিনিটে ছাড়বে, যা আগে ছাড়ত ৬টা ৫৫ মিনিটে। একইভাবে সল্টলেক থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকাল ৭টার বদলে সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়বে। রবিবারের মতোই এই রুটে পরিষেবা বন্ধ থাকবে। রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

   

গ্রিন লাইন ২ (হাওড়া ময়দান – এসপ্ল্যানেড)
শহরের অন্যতম ব্যস্ত রুট হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মেট্রো পরিষেবাতেও পরিবর্তন আসছে। বর্তমানে আপ-ডাউন মিলিয়ে ১৩০টি ট্রেন চলাচল করে, যা সোমবার থেকে বেড়ে হবে ১৩৪টি। পরিষেবা শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে, এবং একই সময়ে এসপ্ল্যানেড থেকেও প্রথম মেট্রো ছাড়বে হাওড়াগামী রুটে। শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটেই ছাড়বে, সময়সূচি অপরিবর্তিত থাকবে। এই রুটে রবিবারের পরিষেবা যথারীতি চালু থাকবে।

পার্পল লাইন (জোকা – মাঝেরহাট)
সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাবে জোকা থেকে মাঝেরহাট রুটে। আগে যেখানে ৭২টি রেক চলাচল করত, এখন তা বেড়ে হবে ৮০টি। এই রুটে পরিষেবা শুরুর সময় উল্লেখযোগ্যভাবে এগিয়ে আনা হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে, যা আগে ছাড়ত সকাল ৮টায়। অন্যদিকে, মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ১৪ মিনিটে ছাড়বে, যা আগে ছিল ৭টা ৫৭ মিনিট। রাতের শেষ মেট্রোও এখন কিছুটা দেরিতে চলবে—জোকা থেকে রাত ৮টা ৩৬ মিনিট এবং মাঝেরহাট থেকে রাত ৮টা ৫৭ মিনিটে। শনিবার ও রবিবার এই রুটে পরিষেবা বন্ধ থাকবে আগের মতোই।

Advertisements

মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই নতুন সময়সূচি এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে অফিস টাইমে যাত্রীদের ভিড় কিছুটা হলেও কমবে এবং দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে সকালবেলার প্রথম ট্রেনের সময় এগিয়ে আনার ফলে বহু অফিসগামী ও শিক্ষার্থীর উপকার হবে।

আগামী সোমবার থেকে কলকাতা মেট্রোর এই পরিবর্তনগুলি কার্যকর হবে। যাত্রীদের অনুরোধ, নতুন সময়সূচি অনুযায়ী নিজেদের যাত্রা পরিকল্পনা করে নিন। শহরের তিনটি প্রধান মেট্রো রুট—গ্রিন লাইন ১, গ্রিন লাইন ২ এবং পার্পল লাইন—এ এই পরিবর্তনগুলি একসঙ্গে চালু হওয়ায় কলকাতার গণপরিবহণ আরও আধুনিক ও যাত্রীবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।