কলকাতা: ২৪ ঘন্টার মধ্যে ফের কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইনে বিভ্রাট। অফিসের ব্যস্ত সময়ে ফের থমকে গেল হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটের মেট্রো পরিষেবা। প্রায় আধঘন্টা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাঙা পথেই চলল মেট্রো। এদিন সকাল ১০.২৫ মিনিট নাগাদ আচমকা সমস্যা দেখা দেয় মেট্রোর গ্রিন লাইনে (Green Line)। প্রায় ১১ পর্যন্ত যাত্রী-ভোগান্তির পর ১১.০৫ মিনিটে স্বাভাবিক হয় যাত্রী পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এই জন্য দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে ব্যস্ত সময়ে অফিস পৌঁছোতে মেট্রো-পথের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না কলকাতা বাসির। আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এসে অরেঞ্জ লাইনের বর্ধিত এবং গ্রিন লাইনের সংযোগকারী রুটের উদ্বোধন করেন। চালু হয় নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের মেট্রোও।
তবে নতুন লাইন খোলা এবং সংযোগের পর পুরনো রুটের মেট্রো চলাচল কার্যত ‘দুয়োরাণী’ হয়ে নিয়েছে। এমনিতেই ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষে প্ল্যাটফর্ম বসে যাওয়ার কারণে শহীদ ক্ষুদিরাম থেকে চলছে উত্তর-দক্ষিণ শাখার ব্লু লাইনের মেট্রো। যার জেরে কবি সুভাষ স্টেশন সংলগ্ন যাত্রীদের অতিরিক্ত খরচ করে, যানজট পেরিয়ে শহীদ ক্ষুদিরাম স্টেশনে গিয়ে মেট্রো ধরতে হচ্ছে। তবে প্রায়শই রেক ঘোরানোর অসুবিধার কারণে ক্ষুদিরাম স্টেশন পর্যন্তও আসছে না মেট্রো। তার পরিবর্তে টালিগঞ্জ থেকেই ঘোষণা না করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মেট্রো।
মেট্রো চড়ে অফিস যাওয়া কার্যত বিভীষিকায় পরিণত হয়েছে বলে অভিযোগ জানাচ্ছেন নিত্যযাত্রীরা। এর উপর গ্রিন লাইনেইও বুধবার থেকে শুরু হয়েছে গোলযোগ। হাওড়া ময়দান থেকে যেখানে সরাসরি সেক্টর ফাইভে পৌঁছে যাওয়ার কথা, বৃহস্পতিবারের ব্যস্ত সকালে সেখানে বিকল্প পথে, অরিতিক্ত টাকা খরচ করে অফিস যেতে হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন নিত্যযাত্রীরা।