সোমবার সকালেই ফের মেট্রোয় (Kolkata Metro) আত্মহত্যার চেষ্টা৷ এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ-এ ব্যাহত হল মেট্রো(Kolkata Metro) পরিষেবা।
ব্লু লাইনে আপাতত মেট্রো চলছে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত(Kolkata Metro)। অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।কলকাতা মেট্রো সূত্রে খবর, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ এক ব্যক্তি শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন। দমদমগামী মেট্রো আসামাত্রই তার সামনে ঝাঁপ দেন তিনি।
ক্রমে ব্রেক কষেন চালক। খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যস্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয়। চোটাঘাত লেগেছে কিছুটা। তবে প্রাণ বাঁচে ওই ব্যক্তির। তাঁর নাম, পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। কী কারণেই বা চরম সিদ্ধান্ত নিলেন ওই ব্যক্তি, তা-ও স্পষ্ট নয়।