মধ্যবিত্তের হেঁশেলে আগুন, আকাশছোঁয়া দাম সবজি-মাছ-মাংসের

তীব্র গরমের পর রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝিরঝির করে আবার কোথাও ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আগামী ৪-৫ দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির…

green vegetables girl

তীব্র গরমের পর রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝিরঝির করে আবার কোথাও ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আগামী ৪-৫ দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির খবর মিলতেই, বাংলার মানুষ আশা করছে সবজির দাম নিয়ন্ত্রণে (Kolkata Market Price) আসবে। কিন্তু ব্যবসায়ীদের মতে, সবে বৃষ্টি হল। আপাতত কয়েকদিনের মধ্যে দামের তেমন হেরফের হবে না।

এদিকে বাজারদর নিয়ন্ত্রণে মমতার বৈঠকের পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা। নিয়ম করে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন তারা। কিন্তু তা সত্ত্বেও কি নিয়ন্ত্রণে এসেছে বাজারদর? ক্রেতাদের একাংশ জানাচ্ছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এলে সাময়িকভাবে দাম (Kolkata Market Price) কমানো হচ্ছে।

   

তবে তাঁরা চলে গেলেই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে দাম। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। আলু, পেঁয়াজ, আদা, উচ্ছে, বেগুনে হাত দিলে আপনার হাতে ছ্যাঁকা লাগবেই। শুধু সবজিই নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে চাল-ডাল-তেল-মশলারও দাম বেড়েছে।

কেমন থাকবে আগামী কয়েক দিনের আবহাওয়া? বিরাট আপডেট হাওয়া অফিসের

কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু ৪০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। জ্যোতি আলুর দাম অবশ্য কিছুটা কম। বেগুন ১৩০ টাকা কেজি, টম্যাটো ৬০, লঙ্কা ১৫০, আদা ১৮০ টাকা, রসুন ২০০ টাকা, উচ্ছে ৬০ টাকা, বিনস ১৫০ টাকা, সজনে ডাঁটা ২০০, ঢ্যাঁড়শ ৫০, পটল ৩৫, পেঁপে ৩৫ টাকা কেজিতে বিকোচ্ছে।

মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। রুই কেজিতে ২৩০-২৮০ টাকা, কাতলা কেজিতে ৩৫০-৩৯০ টাকা, ট্যাংরা ৫৫০, পাবদা ৪০০-৫০০, পমফ্রেট ৬৫০ টাকা কেজি, ভেটকি ৬৫০, বাগদা চিংড়ি ৮৫০, গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকাতে বিকোচ্ছে। ইলিশের দাম ওজন অনুযায়ী, দেড় কেজির বেশি হলে দাম প্রায় ১৬০০ টাকা কেজি।

বাই বাই অধীর! প্রদেশ কংগ্রেসের সভাপতির দৌড়ে কে?