আলু ৪০, পেঁয়াজ ৫০, ১৫০ ছুঁল বেগুন – কলকাতার বাজার আগুন

বাজারদর নিয়ন্ত্রণে মমতার বৈঠকের (Kolkata Market Price) পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকদিন। ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা। নিয়ম করে বিভিন্ন বাজারে হানা…

বাজারদর নিয়ন্ত্রণে মমতার বৈঠকের (Kolkata Market Price) পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকদিন। ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা। নিয়ম করে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন তারা। কিন্তু তা সত্ত্বেও কি নিয়ন্ত্রণে এসেছে বাজারদর (Kolkata Market Price)? ক্রেতাদের একাংশ জানাচ্ছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এলে সাময়িকভাবে দাম কমানো হচ্ছে।

তবে তাঁরা চলে গেলেই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে দাম। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। আলু, পেঁয়াজ, উচ্ছে, বেগুনে হাত দিলে আপনার হাতে ছ্যাঁকা লাগবেই। শুধু সবজিই নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে চাল-ডাল-তেল-মশলারও দাম বেড়েছে।

   

কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু ৪০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। জ্যোতি আলুর দাম অবশ্য কিছুটা কম। বেগুন ১৫০ টাকা কেজি, টম্যাটো ৬০, লঙ্কা ১২০, আদা ২২০ টাকা, রসুন ২৭০ টাকা, উচ্ছে ৬০-৮০ টাকা, বিনস ১৮০ টাকা, সজনে ডাঁটা ২০০ থেকে ২৫০, ঢ্যাঁড়শ ৬০, পটল ৪৫, পেঁপে ৪৫ টাকা কেজিতে বিকোচ্ছে।

অভিযুক্ত গুন্ডা জেলবন্দি, তবুও প্রাণনাশের ভয়ে ‘থরহরি কম্প’ তৃণমূল সাংসদের! তটস্থ পুলিশ

মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। রুই কেজিতে ২৭৫-৩২৫ টাকা, কাতলা কেজিতে ৩৮০-৪২০ টাকা, ট্যাংরা ৬৫০, পাবদা ৫০০-৬০০, পমফ্রেট ৭৫০ টাকা কেজি, ভেটকি ৭৫০, বাগদা চিংড়ি ৮৫০, গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকাতে বিকোচ্ছে। ইলিশের দাম ওজন অনুযায়ী, দেড় কেজির বেশি হলে দাম প্রায় ১৯০০ টাকা কেজি।

এদিকে আগুন বাজার দেখেই ময়দানে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বৈঠক করেন তিনি। বিভিন্ন ব্যবসায়ী সমিতির কর্তাদের সঙ্গে কথা বলেন। সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরাও যোগ দেন বৈঠকে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্ক ফোর্সের সদস্যরাও ছিলেন বৈঠকে।

Gen AI conclave: সব শিক্ষক AI প্রশিক্ষিত হবেন, বাম শাসিত কেরল গড়ল নজির