যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাকতলায়

এবার নাকতলায় ফের এক তরুণের রহস্যমৃত্যুর খবর মিলল। সকালে জিমে যাচ্ছে বলে বেরিয়েছিল সেই তরুণ। এরপর বাড়ির কাছেই নিহত অবস্থায় সেই তরুণের দেহ উদ্ধার হয়েছে।…

Part of Old Building Collapses in Bara Bazar, Woman Escapes Unscathed

এবার নাকতলায় ফের এক তরুণের রহস্যমৃত্যুর খবর মিলল। সকালে জিমে যাচ্ছে বলে বেরিয়েছিল সেই তরুণ। এরপর বাড়ির কাছেই নিহত অবস্থায় সেই তরুণের দেহ উদ্ধার হয়েছে। মৃতের মায়ের দাবি, হাত-পা ভাঙা অবস্থায় সেখানে পড়েছিল নিহত সেই যুবক।

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।