হাই কোর্টের গেটের সামনে তিন মহিলার আত্মহত্যার চেষ্টা, কেরোসিন ঢালতেই ধরল পুলিশ

কলকাতা: কলকাতা হাই কোর্ট চত্বরে চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার সকালে আদালতের গেট নম্বর ‘ই’-এর সামনে আত্মহত্যার চেষ্টা চালান তিন মহিলা। তবে পুলিশি তৎপরতায় অঘটন এড়ানো সম্ভব…

Kolkata High Court suicide attempt

কলকাতা: কলকাতা হাই কোর্ট চত্বরে চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার সকালে আদালতের গেট নম্বর ‘ই’-এর সামনে আত্মহত্যার চেষ্টা চালান তিন মহিলা। তবে পুলিশি তৎপরতায় অঘটন এড়ানো সম্ভব হয় (Kolkata High Court suicide attempt)।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে আচমকাই তিন মহিলা হাই কোর্টের গেটের সামনে এসে হাজির হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যে তাঁদের মধ্যে একজন নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন। পরিস্থিতি বুঝে দ্রুত সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা তিনজনকেই ধরে ফেলেন এবং আত্মহত্যার প্রচেষ্টা বানচাল করেন৷

   

হেয়ার স্ট্রিট থানার পুলিশ সূত্রে খবর, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করা মহিলার নাম পূর্ণিমা হালদার। অপর দুই মহিলা হলেন সুতিষ্ণা সাপুই ও বন্দনা নস্কর। তাঁরা তিনজনই আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য। অভিযোগ, এসআইআর-জনিত জটিলতার কারণে তাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। সেই ক্ষোভ থেকেই এই চরম পদক্ষেপ।

Advertisements

সূত্রের দাবি, ২০২৫ সালে ওই কো-অপারেটিভের নির্বাচন হয়। ২০২৪ সালে সেই নির্বাচনের তালিকা থেকে বেশ কিছু সদস্যের নাম বাদ দেওয়া হয়। ন্যায়বিচারের দাবিতে তাঁরা আদালতে যান। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। এই অনীহার জেরেই তাঁদের আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

এদিকে, এসআইআর ও ভোটার তালিকা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনও উত্তাল। সোমবার দিল্লিতে বিরোধী সাংসদদের প্রতিবাদ মিছিলের সময় আটকানো হয় একাধিক নেতাকে। মঙ্গলবারও রাজ্যের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি দাবি করেন, “যদি ভোটার তালিকায় গরমিল থেকে থাকে, তবে ওই তালিকার ভিত্তিতে নির্বাচিত কেন্দ্রীয় সরকার ও জনপ্রতিনিধিদের পদত্যাগ করে পুনর্নির্বাচন হওয়া উচিত।”