ভোটের ফলপ্রকাশের দিন গণনাকেন্দ্রে থাকতে পারবেন না কোনও অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী। বিজেপির করা মামলায় রায় দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের ভোটগণনার টেবিলের কাছে তাঁরা যেতে না পারে। তবে ভোট গণনা ছাড়া ভোটের অন্য কোনও কাজে পরোক্ষভাবে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের অন্য কাজে ব্যবহার করা যেতে পারে।
হাওড়া ও বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের গণনার কাজে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলাটি করেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, গণনাকেন্দ্রের ডিসিআরসির পুরো দায়িত্বে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে। ওই মামলায় কমিশনের আইনজীবী জানান, গণনার টেবিলে একজনও অস্থায়ী কর্মী থাকবেন না। এ বিষয়ে ইতিমধ্যে নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন।
তবে কমিশনের তরফে আইনজীবী জানান যে গণনার কাজে সরাসরি যুক্ত রয়েছে এমন কোনও অস্থায়ী কিংবা চুক্তিভিত্তিক কর্মীর প্রমাণ দিতে পারনি মামলাকারীর আইনজীবী। হাই কোর্টে কমিশনের আইনজীবী জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কেউই চুক্তিভিত্তিক কর্মী নন।