সোনার বাজারে আগুন,! কলকাতায় প্রতি ভরিতে কত দামে পৌঁছল হলুদ ধাতু?

ছুটির মরশুমে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। একের পর এক রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী সোনার দাম মধ্যবিত্তের কপালে গভীর চিন্তার রেখা ফেলেছে। বিশেষ করে বিয়ে ও…

Gold Prices Climb Higher – Latest 1 Gram Rate Inside

ছুটির মরশুমে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। একের পর এক রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী সোনার দাম মধ্যবিত্তের কপালে গভীর চিন্তার রেখা ফেলেছে। বিশেষ করে বিয়ে ও উৎসবের মরশুমে যখন গয়নার চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়, তখন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

চলতি সপ্তাহের শুরুতে সোনার দামে কিছুটা স্বস্তি ফিরেছিল। বৃহস্পতিবার বাজারে খানিকটা পতন লক্ষ্য করা গিয়েছিল, যার ফলে অনেকেই ভেবেছিলেন দাম হয়তো এবার স্থিতিশীল হবে। কিন্তু সেই আশা খুব বেশিদিন টেকেনি। শনিবার একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম। মাত্র একদিনের ব্যবধানে এই মূল্যবৃদ্ধি আবারও প্রমাণ করল, সোনার বাজার এখন কতটা অস্থির। বর্তমান পরিস্থিতিতে ২৪ ক্যারাট সোনা তো বটেই, এমনকি ২২ ক্যারাট সোনার দামও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাঁরা অনেকেই এখন সিদ্ধান্ত নিতে পারছেন না এখনই কিনবেন, না কি দাম কমার অপেক্ষা করবেন।

   

আজ, ২৫ তারিখে দেশের বড় বড় শহরে সোনার দামের দিকে তাকালে চমকে উঠতেই হয়। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকায়। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৪৬০ টাকা। রাজধানী শহরে এই দর সোনার ইতিহাসে অন্যতম উচ্চতম বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

মুম্বইতেও চিত্র প্রায় একই। দেশের আর্থিক রাজধানীতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা। দিল্লি ও মুম্বই দুই শহরের দামের পার্থক্য খুব সামান্য হলেও, সামগ্রিকভাবে দর যে আকাশছোঁয়া, তা বলাই বাহুল্য।

 

Advertisements