নবান্নে কন্ট্রোল রুম, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: টানা বৃষ্টিতে কার্যত অচল শহর কলকাতা। দক্ষিণ থেকে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শহরের রাস্তায় জমে থাকা জলের কারণে দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক…

West Bengal Not Prepared for EC's Special Voter List Revision, Chief Secretary Tells in Letter: Sources

কলকাতা: টানা বৃষ্টিতে কার্যত অচল শহর কলকাতা। দক্ষিণ থেকে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শহরের রাস্তায় জমে থাকা জলের কারণে দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নবান্নে (Nabanna) জরুরি ভিত্তিতে চালু করা হয়েছে কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুমের জরুরি নম্বরগুলি হলো – ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬ এবং ২২৫৩৫১৮৫। সাধারণ মানুষ বিদ্যুৎ সংক্রান্ত বিপদ, খোলা তার বা জলমগ্ন পরিস্থিতির কথা জানাতে সরাসরি ফোন করতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

   

টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের প্রাণহানি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, মৃতদের পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থা অবিলম্বে করতে হবে। সিইএসসি ও বিদ্যুৎ দফতরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা প্রত্যেক পরিবারের বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন।

উত্তর কলকাতার বেশ কিছু এলাকায় জল নামতে শুরু করলেও দক্ষিণ কলকাতার অধিকাংশ এলাকা এখনও জলে ডুবে রয়েছে। পাম্পিংয়ের মাধ্যমে জল নামানোর কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব নবান্নের কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন। কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভা যৌথভাবে কাজ করছে।

Advertisements

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মেয়র, মুখ্যসচিব ও পুলিশ কর্তাদের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছি। এবারের বৃষ্টি সম্পূর্ণ অস্বাভাবিক এবং দীর্ঘদিন ধরে চলছে। এরকম মেঘভাঙা বৃষ্টি আমরা প্রায় দেখিই না। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য আমি অত্যন্ত দুঃখিত।”

তিনি আরও জানান, সোমবার স্কুল বন্ধ রাখা হয়েছে এবং কর্মজীবীদেরও অফিসে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবারও একই নির্দেশ জারি থাকবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্পষ্ট, রাজ্য সরকার সর্বশক্তি দিয়ে নাগরিকদের সুরক্ষা ও সাহায্যের ব্যবস্থা করছে।

টানা বৃষ্টির জেরে চরম দুর্ভোগে পড়েছেন কলকাতাবাসী। তবে নবান্নে কন্ট্রোল রুম চালু হওয়ায় মানুষের জন্য একটি সরাসরি যোগাযোগের পথ তৈরি হলো। মুখ্যমন্ত্রীর তৎপর পদক্ষেপে মৃতদের পরিবার যেমন সাহায্য পাচ্ছে, তেমনি শহরবাসীকেও আশ্বাস দেওয়া হচ্ছে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News