কলকাতায় জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

ফের কলকাতায় (Kolkata flooded) জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডে। পুলিশ সূত্রে খবর,…

ফের কলকাতায় (Kolkata flooded) জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সৌরভ গুপ্ত। বিহারের এই বাসিন্দা কর্মসূত্রে ভবানীপুরে ভাড়া থাকতেন। 

Advertisements

BSNL: দূরদর্শনের পর এবার রাতারাতি গেরুয়াকরণ হল বিএসএনএল

   

তবে এবিষয়ে জানতে চাওয়া হলে পুরসভার পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি। ঘূর্ণিঝড় দানার দাপটে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের অধিকাংশ এলাকাই।

শুক্রবার আরও ২৭ টি, ১১ দিনে ৩০০ বিমানে বোমাতঙ্ক ঘুম উড়িয়েছে কেন্দ্রের

স্থানীয়দের দাবি, এদিন সন্ধের মুখে জাস্টিস দ্বারকানাথ রোডের এক কোমর জল পেরিয়ে যাচ্ছিলেন অভিষেক। রাস্তার পাশের একটি পাঁচিলে হাত রাখেন তিনি। কোনওভাবে ওই পাঁচিল আগে থেকে বিদ্যুতস্পর্শেই ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

লাদাখ থেকে দূরে হঠছে চিন, ২৯ অক্টোবরের মধ্যে সমস্ত পরিকাঠামো প্রত্যাহারে সম্মত দুই দেশ

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। অতীতে একাধিকবার জমা জল থেকে বিদ্যুতষ্পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা শোরগোল ফেলেছিল শহরে। কিন্তু বারবার এইধরনের ঘটনা প্রতিরোধের দাবি জানিয়েও মেলেনি কোনও সুরাহা।