সাত সকালেই বেলেঘাটার পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্ক এলাকায়

সকাল বেলাতেই বেলেঘাটা (Beleghata Fire) এলাকায় পরিত্যক্ত কারখানায় আগুন লেগে যায়৷ দাউদাউ করে জ্বলছে ৩টি ট্যাঙ্কার (Beleghata Fire)৷ বেড়েই চলেছে আগুনের তীব্রতা৷ কারখানার পাশেই রয়েছে…

সকাল বেলাতেই বেলেঘাটা (Beleghata Fire) এলাকায় পরিত্যক্ত কারখানায় আগুন লেগে যায়৷ দাউদাউ করে জ্বলছে ৩টি ট্যাঙ্কার (Beleghata Fire)৷ বেড়েই চলেছে আগুনের তীব্রতা৷ কারখানার পাশেই রয়েছে ঘনবসতি৷ কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা৷ যদিও বহু বছর ধরেই বন্ধ এই কারখানা৷ কিন্তু কী কারণে আগুন লেগেছে সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি৷ 

Advertisements

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।

বিজ্ঞাপন