বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় CESC-কে দায়ী মমতার

কলকাতা: মঙ্গলবার কলকাতার বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু ঘটেছে। শহরের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সিইএসসি (CESC)-কে এই ঘটনায় সরাসরি দায়ী…

কলকাতা: মঙ্গলবার কলকাতার বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু ঘটেছে। শহরের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সিইএসসি (CESC)-কে এই ঘটনায় সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এ ধরনের দুর্ঘটনার দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে মাঠে নামুক এবং কাজ শুরু করুক। এখানে ব্যবসা চলছে, কিন্তু কলকাতার পরিকাঠামো আধুনিকীকরণের কাজ হচ্ছে না। রাজস্থানে কাজ চলছে, কিন্তু আমাদের শহরে কেন নয়?”

মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি মৃতদের পরিবারের পাশে থাকবেন। সেই সঙ্গে মৃতদের পরিবারের এক জনকে সিইএসসি-র মাধ্যমে চাকরি দেওয়ারও দাবি তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি সিইএসসি-কে বহুবার অনুরোধ করেছি, কলকাতার ওয়্যারগুলো ঠিক করতে। শোনা যাচ্ছে, ৭–৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এই পরিবারগুলোকে অবশ্যই সাহায্য করতে হবে। তাদের জন্য এক একটি চাকরি দেওয়া উচিত।’’

   

তিনি আরও বলেন, ‘‘আমরাও ভুগছি। আমাদের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। পুজোর মণ্ডপগুলোর জন্যও দুঃখ লাগছে। বিদ্যুৎ সিইএসসি দেয়, সরকার নয়। মানুষের কষ্ট না হওয়ার ব্যবস্থা তাদেরই কর্তব্য। ব্যবসা করবে, কিন্তু আধুনিকীকরণ করবে না? দ্রুত মাঠে নামুক, কাজ শুরু করুক।’’

মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন, আরও বান আসছে এবং জল জমার আশঙ্কা রয়েছে। মহালয়ার সময় গঙ্গায় জোয়ার চলছে এবং জল প্রবাহের কোনো জায়গা নেই। শেষমেষ পানি আবার গঙ্গাতেই ফিরে যাবে। বিহার ও উত্তর প্রদেশ থেকে আসা জলে চারপাশ ভরে গেছে। এই পরিস্থিতিতে তিনি বেসরকারি কর্মীদেরও কাজে না যেতে বলেছেন। তিনি বলেন, ‘‘দুর্যোগ সবার উপর সমানভাবে প্রভাব ফেলে।’’

Advertisements

মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, কেন্দ্র জিএসটি-র টাকা কেটে নিয়েছে। ফলে রাজ্যের সব ফান্ড এই দুর্যোগ মোকাবিলাতেই যাচ্ছে। প্রশাসনকে সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাতে নির্দেশ দিয়েছেন এবং জনগণের নিরাপত্তা ও দুর্গাপূজোর প্রস্তুতিতেও নজর রাখতে বলেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, সিইএসসিকে এখনই অবিলম্বে পরিকাঠামোর আধুনিকীকরণ ও জরুরি মেরামত শুরু করতে হবে। জনগণের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়।

শহরের বিদ্যুৎ জটিলতা এবং বন্যার কারণে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনযাপনেও সমস্যার মুখোমুখি হচ্ছে। সরকারের পাশাপাশি সিইএসসিকেও একসাথে কাজ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ও নির্দেশনা জনসাধারণের জন্য আশার আলো হিসেবে কাজ করছে। তিনি নিশ্চিত করেছেন, মৃতদের পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News