অষ্টমীর রাতে উপচে পড়ল ভিড়, প্যান্ডেল হপিংয়ে প্রায় থমকে গেল কলকাতা

নিজস্ব সংবাদাতা, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) ক্যালেন্ডারে মহাষ্টমী মানেই বাঙালির আবেগের চূড়ান্ত প্রকাশ। মঙ্গলবার রাত নামতেই কলকাতার রাজপথে নেমে আসে উপচে পড়া ভিড়। দক্ষিণ…

kolkata-durga-puja-ashtami-night-crowds-pandal-hopping-2025

নিজস্ব সংবাদাতা, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) ক্যালেন্ডারে মহাষ্টমী মানেই বাঙালির আবেগের চূড়ান্ত প্রকাশ। মঙ্গলবার রাত নামতেই কলকাতার রাজপথে নেমে আসে উপচে পড়া ভিড়। দক্ষিণ কলকাতা থেকে উত্তর শহর, গড়িয়াহাট থেকে শ্যামবাজার— সর্বত্রই জনসমুদ্র। শহরের প্রতিটি বড় প্যান্ডেলেই দর্শনার্থীর ঢল, কোথাও কোথাও পা ফেলার জায়গা নেই।

Advertisements

নামী-অখ্যাত পূজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক কিংবা বাবুবাগান— দক্ষিণ কলকাতার প্রতিটি বড় পুজো মণ্ডপেই ছিল দর্শনার্থীর ভিড়। অন্যদিকে বাগবাজার, শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি পার্কের মতো উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পূজোতেও ভিড় সামলাতে হিমশিম খেয়েছেন আয়োজকরা। মণ্ডপে ঢুকতে বহু জায়গায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে দর্শনার্থীদের।

   

পুলিশের বিশেষ নজরদারি

বিপুল জনসমাগম সামলাতে তৎপর ছিল কলকাতা পুলিশ। শহরের প্রতিটি বড় মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ড্রোন নজরদারি, কন্ট্রোল রুম থেকে ক্রমাগত ঘোষণা এবং সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ চলেছে সারারাত। তবুও জনস্রোতের কারণে একাধিক জায়গায় যানজট তৈরি হয়, বিশেষ করে গড়িয়াহাট, পার্ক সার্কাস এবং এসপ্ল্যানেড অঞ্চলে।

উৎসবের আনন্দে মাতোয়ার কলকাতা

অষ্টমীর রাতে ঠাকুর দর্শনের পাশাপাশি জমে উঠেছিল খাওয়া-দাওয়ার আসরও। রাস্তার ধারে ফুচকা, রোল, মোমো থেকে শুরু করে বিরিয়ানি দোকানগুলিতেও ছিল দীর্ঘ লাইন। অনেকেই আবার প্যান্ডেল হপিংয়ের মাঝেই সেলফি তুলে রাখলেন স্মৃতির ঝুলিতে। সাধারণ মানুষের মুখেই শোনা গেল— “সারা বছর এই কয়েকটা দিনের জন্যই অপেক্ষা করি।”

কলকাতার রাজপথে অষ্টমীর এই রাত যেন এক অন্যরকম অভিজ্ঞতা। হাজারো মানুষের ভিড়ে ঠাসা শহর আবার প্রমাণ করল, দুর্গাপুজো বাঙালির কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এক অমলিন আবেগ।

  • অষ্টমীর রাত 2025
  • Kolkata Durga Puja crowd
  • প্যান্ডেল হপিং কলকাতা
  • একডালিয়া এভারগ্রিন ভিড়
  • শারদোৎসব ২০২৫