বউবাজারের ছায়া সল্টলেকে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে

বউবাজারের ছায়া এবার সল্টলেকে। মোবাইল চোর সন্দেহের বশে পিটিয়ে খুন করা হল এক যুবককে। বউবাজারের পর এদিন সল্টলেকে পরপর দুদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।…

বউবাজারের ছায়া এবার সল্টলেকে। মোবাইল চোর সন্দেহের বশে পিটিয়ে খুন করা হল এক যুবককে। বউবাজারের পর এদিন সল্টলেকে পরপর দুদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল। বয়স মাত্র ২২। এদিন মোবাইল চের সন্দেহে আচমকাই তাঁকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি। তারপর বেধড়ক মারধরের ফলে মৃত্যু হয় তাঁর।  

Advertisements

পরে গুরুতর আহত অবস্থায় করুণাময়ী কাছে একটি হাসপাতালে ভর্তি নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ইলেক্র্নিক কমপ্লেক্স থানার পুলিশ। 

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের।  হাত-পা বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মৃত ওই যুবকের নাম  ইরশাদ আলম। ওই ঘটনায় জড়িত থাকায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।