Covid 19: বড়দিনের ভিড় মিটতেই কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ

শহরে ফের কোভিড-আতঙ্ক। আরও ৪ করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়। প্রত্যেকেই শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলায় এখনও করোনার জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের নমুনা মেলেনি। কলকাতায়…

Covid 19: বড়দিনের ভিড় মিটতেই কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ

শহরে ফের কোভিড-আতঙ্ক। আরও ৪ করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়। প্রত্যেকেই শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলায় এখনও করোনার জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের নমুনা মেলেনি। কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা (Covid 19) উদ্বেগ।

করোনা আক্রান্ত হয়ে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কেষ্টপুরের এক বৃদ্ধা। দিন কয়েক আগে ৭২ বছর বয়সি ওই বৃদ্ধার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়াও ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিন জন রোগীর দেহে করোনার খোঁজ মিলেছে। তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন। তবে করোনা নয়, অন্য রোগের কারণে তিন রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসা চলাকালীন তাদের দেহে করোনার উপস্থিতি জানা যায়। রোগীদের কারও কারও শরীরে কোমর্বিডিটি রয়েছে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে কলকাতায় পর পর দুদিন আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল। তালিকায় ছিল ছমাসের এক শিশুও। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল।

Advertisements

সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ বাড়ানোর নেপথ্যে রয়েছে জেএন.১। তবে জিনোম সিকোয়েন্সিং করে কলকাতার কোনও রোগীর দেহে করোনার নতুন এই রূপের হদিশ মেলেনি। তাতেই খানিকটা স্বস্তি মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এদিকে দেশজুড়েও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। বর্ষশেষের উদযাপনের আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, একদিনে দেশে সংক্রমণ ছড়িয়েছে ৭৫২ জনের শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক মাসে, গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ।