Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityKolkata: আচমকা CBI ডিজি বদলে রহস্য বাড়ছে

Kolkata: আচমকা CBI ডিজি বদলে রহস্য বাড়ছে

বগটুই গণহত্যা, হাঁসখালি গণধর্ষণ তদন্ত সামলালো অফিসার বদলি

- Advertisement -

রাজ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা সামলাচ্ছিলেন সিবিআইয়ের (CBI) ডিআইজি অখিলেশ সিং৷ বগটুই গণহত্যা, হাঁসখালি গণধর্ষণ, তপন কান্দুর খুনের মতো হেভিওয়েট মামলার তদন্তের দায়িত্বে থাকা অফিসারকে সরিয়ে দেওয়া হলো৷ দিল্লিতে ডিআইজি স্পেশাল ডিউটি এন্ড রিসার্চ শাখায় বদলি করা হয়েছে তাঁকে। কলকাতা (Kolkata) স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি হয়েছেন এসকে খোরে৷

অখিলেশ সিং অসম ক্যাডারের আইপিএস৷ ২০১৯ সালে কলকাতায় দুর্নীতি দমন শাখার দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে কয়লা পাচার এবং গোরুপাচার কান্ডের দায়িত্ব সামলেছেন। এমনকি নারদ মামলায় চার প্রভাবশালী নেতাদের গ্রেফতারি হয়েছিল তাঁর দায়িত্বে।

   

কেন সিবিআইয়ের রদবদল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এটাকে রুটিনমাফিক বদল বলতে চাইছে সিবিআই।

কলকাতা হাই কোর্টের নির্দেশে একাধিক মামলায় তদন্তভার বর্তেছে সিবিআইয়ের ওপর৷ দিনরাত এক করে একাধিক মামলার রহস্যভেদ করতে চাইছে সিবিআই। জেলায় অস্থায়ী ক্যাম্প গঠন করে চলছে জিজ্ঞাসাবাদ।

সিবিআই চুড়ান্ত তৎপরতার মধ্যে অখিলেশ সিংয়ের বদলি নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

দিল্লিতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে অখিলেশ সিংকে আনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ শাখাটি নতুন চালু হয়েছে। নাকি পদোন্নতির জন্য দিল্লিতে পাঠানো হয়েছে তাঁকে। বদলির কারণে যে সমস্ত মামলার তদন্তে অখিলেশ ছিলেন, সেই মামলাগুলির তদন্তের গতি ধীর হয়ে যেতে পারে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular