প্রিন্স আনোয়ার শাহ রোডে গেস্ট হাউসে ভয়াবহ আগুন,দমকল ঘটনাস্থলে

কলকাতা ২৫ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে শহরের প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বহুতল ওই গেস্ট হাউসের উপরের তলায়…

Kolkata Building Catches Fire, Emergency Services Respond

কলকাতা ২৫ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে শহরের প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বহুতল ওই গেস্ট হাউসের উপরের তলায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতলের নিচতলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার ঘটনা ঘটে দুপুর ১টা নাগাদ। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতা শুরু করে। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন এবং একই সঙ্গে বহুতল থেকে সকলকে নিরাপদে বের করে আনা হয়।

   

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও খতিয়ে দেখা হচ্ছে কেউ আটকা পড়ে আছে কি না। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সময়মতো সর্তকতা নেওয়ায় বড় ধরনের ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের ধোঁয়া অনেক দূর পর্যন্ত দেখা গেছে। কিছু মানুষ তাদের আশেপাশের বাড়ি থেকে পরিস্থিতি নজরদারি করছেন। দমকল ও পুলিশ প্রশাসন এলাকার আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে।

Advertisements

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এর সঠিক কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News