কোজাগরী লক্ষ্মীপুজোয় ১৯০টি মেট্রো চালাচ্ছে রেল, জানেন গ্রিন ও ব্লু লাইনের সময়?

হাতেগোনা কিছুদিন আগেই দুর্গাপুজো শেষ হয়েছে। আর দুর্গাপুজো মিটতেই আজ বুধবার রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। এর জন্য আজ অনেক জায়গাতেই স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস…

Kolkata Metro Service Disrupted Again During Office Hours, Commuters Face Delays

হাতেগোনা কিছুদিন আগেই দুর্গাপুজো শেষ হয়েছে। আর দুর্গাপুজো মিটতেই আজ বুধবার রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। এর জন্য আজ অনেক জায়গাতেই স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস ছুটি রয়েছে। আবার কোথাও কোথাও অর্ধদিবস কাজ হচ্ছে। কিন্তু আজ ১৬ অক্টোবর, লক্ষ্মীপুজো উপলক্ষে কোন লাইনে কটা পর্যন্ত মেট্রো (Kolkata Metro Rail Time) চলছে জানেন?

রাত্রে কোন লাইনে কতক্ষণ চলবে মেট্রো? জানা গেছে, নর্থ-সাউথ করিডোরে অর্থাৎ মেন লাইনে আজ স্বাভাবিকের চেয়ে অনেক কম সংখ্যক মেট্রো চলছে। তবে মেট্রো কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়িয়ে সারাদিন প্রায় ১৯০টি মেট্রো চালাবে রেল। ১৯০টি মেট্রোর মধ্যে ৯৫টি আপ এবং ৯৫টি ডাউন মেট্রো চালাচ্ছে রেল।

   

আজকে প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছে সকাল ৬.৫০ মিনিট থেকে। আর আজকে শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ৯.৪০ মিনিটে। এই সময়ে মেট্রো পরিষেবা কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুই দিক থেকেই চালানো হচ্ছে। বুধবারে ব্লু লাইনের দিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া গেছে আজ সকাল ৬.৫০ মিনিটে।আর এই লাইনে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.২৮ মিনিটে।

আবার দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আজ প্রথম মেট্রো চালু হয়েছে সকাল ৬.৫০ মিনিটে। আর এদিকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৪০ মিনিটে।দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো মিলেছে সকাল ৬.৫৫মিনিটে। এদিকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৩০ মিনিটে। আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে আজ প্রথম মেট্রো চালু হয়েছে সকাল ৭টার সময়।

আর এদিকে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত ৯.৪০ মিনিটে। অন্যদিকে গ্রিন লাইনে আজ সারাদিনে চলবে ৯০টি মেট্রো।এর মধ্যে ৪৫টি আপ ও ৪৫টি ডাউন রয়েছে। প্রথম মেট্রো পাওয়া যাচ্ছে সকাল ৬.৫৫ মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৪০মিনিটে। ২০ মিনিট অন্তর অন্তর এদিকে পাওয়া যাবে মেট্রো।

বুধবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো চালু হয়েছে সকাল ৬.৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম মেট্রো চালু হয়েছে সকাল ৭.০৫ মিনিটে।তবে আজ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৩৫মিনিটে। আবার শিয়ালদা পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৪০মিনিটে।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্মীপুজোর দিন গ্রিন লাইন ২-এ সারাদিনে ১১৮টি মেট্রো চলবে। ৫৯টি আপ এবং ৫৯টি ডাউন পরিষেবা চলবে। সকাল ৭টা থেকে রাত ৯.৫৪মিনিট পর্যন্ত চলবে মেট্রো।