বিশ্বকর্মার কৃপায় রাজ্যে কমলো তেলের দাম?

আজ বিশ্বকর্মা পুজো। তাই সকাল থেকেই প্রত্যেক যানবাহন এবং যন্ত্রে পরেছে সিঁদুরের ফোঁটা, ঝুলছে ফুলের মালা। চারিদিকে দেখলেই বোঝা যায় বিশ্বকর্মা পুজোয় সাড়ম্বরে মেতে উঠেছে…

nagaland-government-increases-tax-rates-on-petroleum-products

আজ বিশ্বকর্মা পুজো। তাই সকাল থেকেই প্রত্যেক যানবাহন এবং যন্ত্রে পরেছে সিঁদুরের ফোঁটা, ঝুলছে ফুলের মালা। চারিদিকে দেখলেই বোঝা যায় বিশ্বকর্মা পুজোয় সাড়ম্বরে মেতে উঠেছে বাঙালি। কিছুক্ষণ বাদেই আকাশে উড়বে অনেক ঘুড়ি। এই আবহে জানুন বিশ্বকর্মার কৃপায় তেলের দাম (Petrol-Diesel Price) কমলো কিনা!

আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪ টাকা ৯৫ পয়সা। গতকালও পশ্চিমবঙ্গের রাজধানীতে পেট্রোলের দাম একই ছিল। আজ পেট্রোলের দামে এক পয়সাও বাড়েনি এবং কমেওনি। আলিপুরদুয়ারে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৮৭ পয়সা। বাঁকুড়াতে আজ পেট্রোল ১০৫ টাকা ৩৮ পয়সা। দার্জিলিঙে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪ টাকা ৬৬ পয়সা।

হুগলিতে আজ প্রতি লিটার পেট্রোল ১০৫ টাকা ৫৮ পয়সা। কলকাতার মতো হাওড়াতেও আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪ টাকা ৯৫ পয়সা। কালিম্পঙে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৭৯ পয়সা।

Advertisements

তবে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলে এমনিতেই পেট্রোল-ডিজেলের দাম কমা নিয়ে চর্চা চলছে। আগেই জানা গেছে পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা হলে এমনিই কমবে তেলের দাম।