সবজির দাম জানলে পকেটে লাগবে ছ্যাঁকা!

রবিবারের বাজারে সবজির দাম (Vegetable Price) কত জানেন? রবিবার মানেই ছুটির দিন। সকাল সকাল ফুলকো লুচি আর আলু চচ্চড়ি, দুপুরবেলা জমিয়ে মাংস-ভাত হল বাঙালির আদর্শ…

রবিবারের বাজারে সবজির দাম (Vegetable Price) কত জানেন? রবিবার মানেই ছুটির দিন। সকাল সকাল ফুলকো লুচি আর আলু চচ্চড়ি, দুপুরবেলা জমিয়ে মাংস-ভাত হল বাঙালির আদর্শ রবিবারের মেন্যু। কিন্তু খাবার আগে জানুন পেঁয়াজ, রসুন, আলু এবং নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কত।

আজ বাজারে জ্যোতি আলুর (Potato) দাম ৩২-৩৫ টাকা কেজি, অন্যদিকে চন্দ্রমুখী আলুর দাম ৩৫-৪০ টাকা কেজি। পেঁয়াজের (Onion) দাম প্রতি কেজি ৫৫-৬০ টাকার মধ্যে। টমেটো (Tomato) ৪০-৫০ টাকা কেজি।

   

রসুন (Garlic) খাবার আগেই তার দাম শুনেই চোখে জল আসছে মধ্যবিত্ত বাঙালির। রসুন এখন ৪৫০-৫০০ টাকা কেজি হয়ে দাঁড়িয়েছে। ভেন্ডি (Okra) ৩৫-৪০ টাকা কেজি। কুমড়োর (Pumpkin) দামটা বর্তমানে একটু কম। প্রতি কেজি কুমড়ো ২৫-৩০ টাকা কেজি। পেঁপের (Green Papaya) দামও প্রতি কেজি ২৫-৩০ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে।

তবে এই বর্ষার মরশুমে দাম কমেছে ভুট্টার (Corn)। কোথাও কোথাও ৫ টাকা পিস্ অথবা ৭ টাকা পিস্ও বিক্রি হচ্ছে। উল্টে উচ্ছের (Bitter Gourd) দামটা খানিক বেড়েছে। প্রতি কেজি উচ্ছের দাম বর্তমানে ৫৫-৬০ টাকা কেজি। কচু (Yam) খেলে গলা চুলকোবে কিনা জানা নেই, তবে দাম শুনে হাত চুলকোতেই পারে। প্রতি কেজি কচুর দাম ৭৫-৮০ টাকা কেজি।