লোকসভার সঙ্গেই বাংলার দুই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন, কবে কোথায় হবে ভোট গ্রহণ জানুন

লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে নির্বাচনের দামামা বেজে গেলো। বাংলায় ৭ দফায় হবে লোকসভা ভোট। সেই সঙ্গেই দুই বিধানসভা কেন্দ্র ভগবানগলা ও…

লোকসভার সঙ্গেই বাংলার দুই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন, কবে কোথায় হবে ভোট গ্রহণ জানুন

লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে নির্বাচনের দামামা বেজে গেলো। বাংলায় ৭ দফায় হবে লোকসভা ভোট। সেই সঙ্গেই দুই বিধানসভা কেন্দ্র ভগবানগলা ও বারাহনগরে হবে উপনির্বাচন। রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। যার ফলে তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র বরাহনগর আসনটি খালি রয়েছে। সেই কেন্দ্রে হবে উপনির্বাচন। আজ লোকসভার সঙ্গে এই কেন্দ্রের উপনির্বাচনের দিনও ঘোষণা করেছেন রাজীব কুমার।

শুধু তাই নয়, তৃণমূলের ওপর বর্ষীয়ান নেতা তথা ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি সম্প্রতি প্রয়াত হন। তিনি প্রয়াত হওয়ায় ভগবানগোলা আসনটি বর্তমানে খালি রয়েছে। সেই আসনেও লোকসভা নির্বাচনের সময়ই ভোট গ্রহণ হবে বলে এদিন জানায় নির্বাচন কমিশন।

তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে হবে তাপস রায়ের কেন্দ্র বারাহনগরের ভোট গ্রহণ। শেষ অর্থাৎ সপ্তম দফায় ১ জুন হবে ভগবানগোলার উপনির্বাচন। শুধু তাই নয় এর সঙ্গেই আরও ৭ টি রাজ্যের মোট ২৪ টি জায়গায় ভোট গ্রহণ হবে।

Advertisements

আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। এবার মোট ৯৭ কোটি মানুষ ভোট দেবেন বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি ভোট হিংসা রুখতে বিশেষ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান রাজীব কুমার। ঘোষণা করা হয় হেল্প লাইন নম্বরও। ১৯৫০ নম্বরে ফোন করে অভিযোগ জানালে ১০০ মিটারের মধ্যে পরিষেবা দেবার দাবি কমিশনের।